Thursday, March 26, 2020

খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন পুত্রবধূ জোবাইদা


দীর্ঘ ২৫ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে তিনি রাজধানীর গুলশানের নিজ বাসভবন ফিরোজাতে অবস্থান করছেন। সেখানেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে আছেন তিনি। তার চিকিৎসার জন্য গঠন করা হয়েছে সাত সদস্যের একটি মেডিকেল বোর্ড।

এই বোর্ডের তদারকির দায়িত্ব নিয়েছেন বেগম জিয়ার পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, বর্তমানে সপরিবারে লন্ডনে আছেন জোবাইদা। সেখান থেকেই দেশনেত্রীর সব খোঁজখবর রাখবেন তিনি। একই সঙ্গে চিকিৎসার পুরো বিষয়টি তদারকি করবেন। আর তার সঙ্গে সমন্বয় করে বেগম জিয়ার চিকিৎসা দেবেন বোর্ডের অন্য চিকিৎসকরা।

বিএনপি চেয়ারপার্সনের মেঝ বোন সেলিমা ইসলাম বলেন, বাসায় ফেরার পর থেকে মানসিকভাবে সুস্থ আছেন খালেদা জিয়া। কিন্তু শারীরিকভাবে অসুস্থ। তার শ্বাসকষ্ট হচ্ছে, ঠিকভাবে হাত-পা নাড়াতে পারেন না। আপাতত এখানেই চিকিৎসা দেয়া হবে। লন্ডন থেকে সবকিছুর দেখভাল করবেন জোবাইদা রহমান।

পরবর্তীতে কিছুটা সুস্থ হওয়ার পর খালেদা জিয়ার পছন্দমতো কোনো হাসপাতালে তার উন্নত চিকিৎসা দেয়া হবে বলে জানান সেলিমা ইসলাম।

No comments:

Post a Comment