Saturday, March 28, 2020

বিপর্যস্ত ইতালি, একদিনে রেকর্ড ৯১৯ জনের মৃত্যু


ইতালিতে এমন দিন হয়তো কেউই দেখতে চায়নি। গত কয়েক সপ্তাহ ধরেই করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত দেশটি। প্রতিদিনই সেখানে মৃত্যুর সংখ্যা বাড়ছে। থামার কোনো লক্ষণ নেই। এবার যেন সেই সংখ্যাটা লাগাম ছেড়ে দিছে। মৃতের সংখ্যার দিক দিয়ে একদিনেই ছাড়িয়ে গেছে সব রেকর্ড।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরো ৯১৯ জন। যা এক অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর ইঙ্গিত দিচ্ছে। বাদ যাচ্ছে না চিকিৎসক-নার্স কেউই। আক্রান্ত হচ্ছেন দেশের ভিআইপিরাও। পুরো দেশ এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সারাদিন শুধু লাশের গাড়ির হর্ন শোনা যায়। সাধারণ মানুষ সব গৃহবন্দি। এ অবস্থা থেকে কবে মুক্তি মিলবে তা জানে না তারা।

সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ হাজার ১৩৪ জনে। এ সংখ্যাটা কোথায় গিয়ে ঠেকবে তা এখনো বলা যাচ্ছে না। যেভাবে বাড়ছে তা নিয়ে উদ্বিগ্ন সবাই। অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে লাশগুলো সৎকার করার জন্য এখন আর লোক পাওয়া যাচ্ছে না।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে। এদিন মোট ৫ হাজার ৯০৯ জন নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এ সংখ্যাটা আগের দিনের তুলনায় অনেকটা বেড়েছে। সবমিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৬ হাজার ৪৯৮ জনে।

এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন ৩ হাজার ৭৩২ জন।

তবে এত লাশের মিছিলের মধ্যেও কিছু লোক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ সংখ্যাটা এখন পর্যন্ত ১০ হাজার ৯৫০ জন।

No comments:

Post a Comment