Saturday, March 28, 2020

করোনা: যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে


যুক্তরাষ্ট্রের অবস্থা জেরবার। করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটি। আক্রান্তের দিক থেকে গতকাল চীন, ইতালিকে ছাড়িয়ে সবার ওপরে উঠে এসেছিল তারা। এবার এই সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ। সবশেষ (বাংলাদেশ সময় শনিবার সকাল ৯টা) তথ্য অনুযায়ী, দেশটিতে ১ লাখ ৪ হাজার ২০০ জন আক্রান্ত হয়েছেন প্রাণঘাতী করোনাভাইরাসে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন অন্তত ১৫ হাজার মানুষ। মৃত্যুবরণ করেছেন ২৪৮ জন। সবমিলিয়ে যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৬ জনে।

আক্রান্ত হওয়ার পর দেশটিতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৫২২ জন। সে হিসেবে বর্তমানে আক্রান্ত প্রায় ১ লাখ ১ হাজার মানুষ। সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন ২ হাজার ৪৬৩ জন।

করোনাভাইরাস মোকাবেলায় যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই দেশটির ইতিহাসে সবচেয়ে বড় বরাদ্দ ঘোষণা করেছে। দুই লাখ কোটি ডলারের এই বরাদ্দ ব্যায় করা হবে এই ভাইরাসের ক্ষতি পুষিয়ে নিতে। এছাড়া সংক্রমণ ঠেকাতে নানা পদক্ষেপের পেছনেও ব্যয় করা হবে এই অর্থ।

যুক্তরাষ্ট্রে যখন করোনাভাইরাস এমন ভয়ংকরভাবে ছড়িয়ে পড়েনি তখনই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল, মহামারি করোনাভাইরাসের পরবর্তী কেন্দ্রস্থল হয়ে উঠতে পারে দেশটি। সেটাই এখন সত্যে পরিণত হয়েছে

No comments:

Post a Comment