Friday, March 27, 2020

যেসব দেশে এখনও ছড়ায়নি করোনাভাইরাস


বিশ্বের অধিকাংশ দেশেই মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে এখন পর্যন্ত বিশ্বের ১৯৯টি দেশে ছড়িয়ে পড়েছে মরণব্যাধী এই ভাইরাস। তবে এখনো বেশ কয়েকটি দেশ রয়েছে, যেখানে এর সংক্রমণ ছড়ায়নি।

এ তালিকায় এশিয়া মহাদেশের ৪টি, আফ্রিকা মহাদেশের ৬টি এবং ওশেনিয়া অঞ্চলের ১০টি দেশ রয়েছে। তবে এই দেশগুলোতে সংক্রমণের শঙ্কা উড়িয়ে দিচ্ছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এশিয়া মহাদেশের দেশগুলো হলো- ইয়েমেন, উত্তর কোরিয়া, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান।

আফ্রিকা মহাদেশের দেশগুলো হলো- বুরুন্ডি, সাউথ সুদান, সিয়েরালিওন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, বতসোয়ানা ও লেসেথো।

ওশেনিয়া অঞ্চলের দেশগুলো হলো- সোলোমান আইল্যান্ড, ভানুয়াতু, সামোয়া, কিরিবিতি, মাইক্রোনেশিয়া, টোঙ্গা, মার্শাল আইল্যান্ড, পালাও, টুভ্যালু ও নাউরু।

উল্লেখ্য, পুরো বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে অন্তত ২৪ হাজার ১৪০ জনের। আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৩৭ হাজারেরও বেশি। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ৪৫১ জন।

No comments:

Post a Comment