Sunday, March 22, 2020

কলকাতা লকডাউন


মরণব্যাধী করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে এবার লকডাউন করে দেয়া হলো ভারতের পশ্চিমবঙ্গ। আজ রোববার রাজ্য সরকারের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ মার্চ বিকেল ৫টা থেকে ২৭ মার্চ বিকেল ৫টা পর্যন্ত এ নির্দেশনা জারি থাকবে। এই সময়ের মধ্যে নিত্য প্রয়োজনীয় জরুরি সেবা ছাড়া বাকি সবকিছু বন্ধ থাকবে।

এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে আজ পুরো ভারতজুড়ে জনতা কারফিউ জারি করা হয়েছে। রাত ৯টা পর্যন্ত এ কারফিউ চলবে। যার কারণে আজ সকাল থেকে দেশটির সকল রাজ্যে রাস্তাঘাট, দোকানপাট বন্ধ ছিল।

খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে কেউ বের হননি। ফলে পুরো দেশ একপ্রকার জনশূন্য ছিল।

উল্লেখ্য, ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৭ জন। আর সংক্রমিত হয়েছেন ৩৬০ জন।

No comments:

Post a Comment