প্রাণঘাতী করোনাভাইরাসে স্পেনে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৯৪ জন। আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৪৬ জন। ইউরোপে ইতালির পর এখন সবচেয়ে দুর্যোগপূর্ণ পরিস্থতিতে আছে স্পেন। খবর দ্য গার্ডিয়ান।
স্পেনে করোনায় মৃত্যুর হার আগের তুলনায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নতুন আক্রান্ত রোগীও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে ১৫ শতাংশ। সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটিতে এখন পর্যন্ত ২৮ হাজার ৫৭২ জন মরণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে এক হাজার ৭২৫ জনের।
এর বিস্তার ঠেকাতে ১৪ মার্চ থেকে ১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারি করেছে স্পেন সরকার। কিন্তু প্রকোপ বেড়ে যাওয়ায় তা আরো দীর্ঘ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
করোনাভাইরাসের সবচেয়ে বড় আঘাত এসেছে ইউরোপের আরেক দেশ ইতালিতে। মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে দেশটি। সেখানে এখন পর্যন্ত ৪ হাজার ৮২৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৫৭৮ জন।
এছাড়া ফ্রান্সে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৪৫৯ জন। মারা গেছে ৫৬২ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছে ২২ হাজার ৩৬৪ জন। মারা গেছে ২৪ জন।
No comments:
Post a Comment