Sunday, March 22, 2020

ভারতজুড়ে ট্রেন চলাচল বন্ধ!


প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দমনে ভারতে সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশটিতে এক্সপ্রেস, মেইল, লোকাল ও প্যাসেঞ্জারসহ সব ট্রেন চলাচল বন্ধ থাকবে। সেইসঙ্গে কলকাতা মেট্রো পরিষেবাও বন্ধ হতে যাচ্ছে সরকার। আজ রোববার ভারতের রেল মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। খবর আনন্দবাজার।

জানা যায়, রোববার দিবাগত রাত থেকে ভারতের সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে। আগামী ৩১ মার্চ পর্যন্ত আর কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল করবে না। মালামালবাহী রেলগাড়ির ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে না বলে জানিয়েছে রেল মন্ত্রণালয়।

আজ রোববার ভারতজুড়ে চলছে ‘জনতা কারফিউ’। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সকাল ৭টা থেকে এ কারফিউ শুরু হয়েছে। শেষ হবে রাত ৯টায়। এর কারণে শহরগুলোর রাস্তাঘাট ফাঁকা ও দোকানপাট বন্ধ রয়েছে।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ৩৩২ জনের শরীরে ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেলো। ভাইরাসটির কারণে মৃত্যু হয়েছে চারজনের।

ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাস সংক্রমণের প্রাথমিক পর্যায়ে রয়েছে ভারত। যদি এ পর্যায়ে ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা সম্ভব না হয়, তাহলে পরিস্থিতি ভায়াবহ হয়ে উঠবে বলে আশঙ্কা করেছেন তারা।

No comments:

Post a Comment