Monday, March 23, 2020

অবরুদ্ধ শিবচরে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেয়া হচ্ছে


করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে দেশের প্রথম অবরুদ্ধ (লকডাউন) এলাকা মাদারীপুরের শিবচর উপজেলা। গত ১৯ মার্চ বিকেল থেকে উপজেলাটিকে লকডাউন করে দেয়া হয়। এরপর থেকে ঘরবন্দি অবস্থায় আছেন সেখানকার অন্তত ৭০ হাজার মানুষ।

অবরুদ্ধ মানুষদের কষ্ট দূর করতে তাদের বাড়িতে গিয়ে নিত্য প্রয়োজনীয় সামগ্রিসহ খাবার পৌঁছে দিচ্ছে উপজেলা প্রশাসন। আজ সোমবার উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন খান ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে খাবার পৌঁছে দেয়া হয়। পাশাপাশি নিম্নআয়ের মানুষ ও দোকানিদের বাড়িতে জরুরি খাদ্যসামগ্রী ও ওষুধ পৌঁছে দেয়া হয়েছে।

জানা যায়, উপজেলায় শিবচর পৌরসভার দুটি ওয়ার্ড, পাঁচ্চর ইউনিয়নের দুটি গ্রাম ও দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের দুটি গ্রামের অন্তত ৭০ হাজার মানুষ অবরুদ্ধ। এই চারটি এলাকা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকায় সেখানে ২৫০ পুলিশ মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় হোম কোয়ারেন্টাইনে থাকা পরিবারগুলোর বাড়িতে নিত্যপ্রয়োজনীয় খাবার পৌঁছে দেয়া হয়।

উপজেলা পরিষদ থেকে বলা হয়, তাদের জন্য প্রাথমিকভাবে ১৫ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। এরমধ্যে আজ পাঁচশ পরিবারকে ২০ কেজি চাল, দুই কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি লবণ, দুই কেজি আলু ও একটি করে সাবানের প্যাকেট দেয়া হয়েছে।

এছাড়া আজ মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বাড়ির দেয়ালে স্টিকার ও লাল পতাকা টাঙানো হয়েছে।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন খান বলেন, আপাতত ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে এ সংখ্যা আরো বাড়বে। পাশাপাশি প্রতিটি পরিবারে খাবারের পরিমাণও বাড়ানো হবে।

No comments:

Post a Comment