করোনাভাইরাস নিয়ে দেশের চলমান পরিস্থিতিতে আগেই সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ করেছে সরকার। এমনকি বিয়ের ক্ষেত্রে জেলা প্রশাসকের অনুমতি নেওয়ার কথা বলা হয়। কিন্তু কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করেননি ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন।
নিষেধাজ্ঞার মধ্যেও ধুমধাম করে নিজের ডাক্তার মেয়ের বিয়ে দিয়েছেন। কয়েক শ লোকও বিয়েতে উপস্থিত ছিলেন, যার একটা বড় অংশ চিকিৎসক। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
এর মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার ওই সিভিল সার্জন মো. শাহ আলমকে ওএসডি করা হয়েছে। গতকাল রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ওএসডি করা হয় বলে জানা গেছে। সেইসঙ্গে আগামী সাত দিনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশও দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ একরাম উল্লাহকে ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়েছে।
জানা যায়, গত শুক্রবার সিভিল সার্জন শাহ আলম তার সরকারি বাসভবনে ধুমধাম করে মেয়ের বিয়ের আয়োজন করেন।
এর আগে গত থার্টিফার্স্ট নাইটে হাসপাতালের বহির্বিভাগের গেট বন্ধ করে জমকালো অনুষ্ঠানে করেন ওই সিভিল সার্জন। সেইসঙ্গে আতশবাজি ফোটানো হয়। তখনও বেশ সমালোচনার মুখে পড়েন ওই সিভিল সার্জন।
No comments:
Post a Comment