প্রাণঘাতী করোনাভাইরাসের পরবর্তী হটস্পট (ক্ষয়ক্ষতির কেন্দ্রস্থল) যুক্তরাষ্ট্রে হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দেশটি এখন আক্রান্তের সংখ্যার দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে। এ কারণেই এমন আশঙ্কা সংস্থাটির। খবর দ্য গার্ডিয়ান।
জানা যায়, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৬ হাজার ১৬৮ জন। ভাইরাসটির কারণে মৃত্যু হয়েছে ৫৮২ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন ২ হাজার ৪৩৪ জনের দেহে ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। আক্রান্তের দিক দিয়ে চীন ও ইতালির পরেই অবস্থান করছে দেশটি।
সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় চীন ও ইউরোপের পর যুক্তরাষ্ট্র করোনাভাইরাসের নতুন কেন্দ্রবিন্দু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ডব্লিউএইচও’র এক মুখপাত্র।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে খুব দ্রুততার সঙ্গে ভাইরাসটি ছড়িয়ে পড়ছে। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব না হয় তাহলে দেশটি ভাইরাসের নতুন কেন্দ্রবিন্দু হবে। গত ২৪ ঘণ্টায় যত মানুষের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে, তার ৮৫ শতাংশই ইউরোপ ও যুক্তরাষ্ট্রের নাগরিক।
বিশ্বব্যাপী ভাইরাসটি এখন পর্যন্ত ১৯৫টি ছড়িয়ে দেশে ছড়িয়ে পড়েছে। আক্রান্ত হয়েছে প্রায় চার লক্ষ মানুষ। মারা গেছে ১৭ হাজার ১৪৮ জন। সুস্থ হয়েছে এক লাখ ৩ হাজার ৩৩৬ জন।
No comments:
Post a Comment