Tuesday, March 24, 2020

অলিম্পিক স্থগিত


২০২০ সালে জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিক গেমস নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এক বছর পিছিয়ে ২০২১ সালে এ প্রতিযোগিতা আয়োজন হবে। মঙ্গলবার ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ও টোকিও ২০২০ অলিম্পিক অর্গানাইজিং কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। খবর দ্য গার্ডিয়ান।

গতকাল জাপানের প্রধানমন্ত্রী শিঞ্জো অ্যাবে করোনা পরিস্থিতি মূল্যায়ন করে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাচকে ২০২০ সালের অলিম্পিক পেছানোর প্রস্তাব দেন। সে প্রস্তাব বিবেচনায় নিয়েই আজ মঙ্গলবার বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকের পর ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ও টোকিও ২০২০ অলিম্পিক অর্গানাইজিং কমিটি একটি যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে দুই কমিটির মুখপাত্র অংশ নেন। তারা বলেন, বৈশ্বিক পরিস্থিতি মূল্যায়ন করে চলতি বছর জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া ৩২তম অলিম্পিক গেমস পেছানো হল। দুই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০২১ সালে আয়োজিত হবে এবারের অলিম্পিকস।

তারা আরো বলেন, আমরা এ প্রতিযোগিতায় অংশ নেয়া সব খেলোয়াড়, অ্যাথলেটিকস, কর্মকর্তা ও কর্মচারীর স্বাস্থের কথা বিবেচনা করেছি। তাই আপনারা নিজ দায়িত্বে সুস্থ থাকবেন। কেউ যদি মনে করেন তার শরীরে করোনার লক্ষণ দেখা দিয়েছে তাহলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হবেন।

No comments:

Post a Comment