করোনাভাইরাসের গতি দিনকে দিন ‘বেগবান’ হচ্ছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস। তবে তিনি এই আশাবাদও ব্যক্ত করেছেন- এখনও সময় আছে, সর্বশক্তি নিয়োগ করে এই ভাইরাসের গতিপথ পাল্টে দেওয়া সম্ভব।
ফুটবল খেলোয়াড়দের নিয়ে ‘কিক আউট করোনাভাইরাস’ নামের একটি কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফা প্রেসিডেন্ট গিয়ান্নি ইনফান্তিনো।
গত সোমবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখের ওপরে। প্রথম আক্রান্ত ব্যক্তি থেকে শুরু করে ১ লাখে পৌঁছাতে সময় লেগেছিল ৬৭ দিন। পরে ১১ দিনে আক্রান্ত হয় আরো ১ লাখ মানুষ। সবশেষ ১ লাখ লোক আক্রান্ত হতে সময় লেগেছে মাত্র ৪ দিন!
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, আমরা কী পদক্ষেপ নিই তার ওপর নির্ভর করছে করোনাভাইরাসের ভবিষ্যত। শুধু প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়ে আমরা এই ভাইরাসের বিরুদ্ধে জয়ী হতে পারবো না। আমাদেরকে আরো আগ্রাসী এবং কৌশলী হতে হবে।
তিনি জোর দিয়ে বলেন, সন্দেহভাজন প্রতিটি ব্যক্তিকে পরীক্ষা করতে হবে। শনাক্ত হলে নিতে হবে আইসোলেশনে। নিবিড় যত্নে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যারাই এসেছে প্রত্যেককে কোয়ারেন্টাইনে পাঠাতে হবে। দৃঢ়তার সাথে এই কাজগুলো করতে পারলেই আমাদের পক্ষে করোনাভাইরাসের বিরুদ্ধে জয়ী হওয়া সম্ভব।
সবশেষ তথ্য (মঙ্গলবার বিকেল ৪টা) অনুযায়ী, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮৪ হাজার ৪৫৩ জন। মৃত্যুবরণ করেছেন ১৬ হাজার ৬০০ জন।
No comments:
Post a Comment