করোনাভাইরাসের বিস্তার রোধে ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকা, বাড়ি কিংবা ভবন লকডাউন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার লকডাউন করা হলো পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী গ্রাম। গতকাল বৃহস্পতিবার রাতে এই ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার মোহাম্মদ রায়হান।
তিনদিন আগে কাটাখালী গ্রামে মাদারীপুর থেকে ফিরেছেন ৪২ জন শ্রমজীবী মানুষ। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম থেকে এসেছেন আরো ৬৪ জন। এই অবস্থায় করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কায় গ্রামটি লকডাউন করে দেওয়া হয়েছে।
ঘোষণার পর থেকে দুই সপ্তাহ পর্যন্ত গ্রামের সবাই হোম কোয়ারেন্টাইনে থাকবেন। কেউ গ্রামের বাইরে যেতে পারবেন না আবার বাইরের কেউ ওই গ্রামে প্রবেশ করতে পারবেন না। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
যদি কারও একান্ত কোনো প্রয়োজন থাকে তাহলে কী হবে, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধি বিষয়টা দেখবেন। যদি কোনো সহায়তার প্রয়োজন হয় তবে সেটা করতেও আমরা প্রস্তুত আছি।
No comments:
Post a Comment