Sunday, March 29, 2020

করোনা থেকে সুস্থ হয়ে ট্রুডোর স্ত্রীর আবেগঘন বার্তা


মরণব্যাধী করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রাগোয়ার। শনিবার রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

চিকিৎসক ও সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সোফি গ্রাগোয়ার বলেন, এক চ্যালেঞ্জিং সময় পার করে এলাম। জানি, একা থাকা সহজ নয়। কারণ আমরা সবাই ঐক্যবদ্ধ সামাজিক প্রাণী। তাই পুনরায় সবার মাঝে ফিরে আসতে পেরে আমি আপ্লুত।

এর আগে গত ৪ মার্চ সোফি গ্রাগোয়ার, কন্যা এলা গ্রেস ও শাশুড়ি মার্গারেট ট্রুডোর সঙ্গে লন্ডনে ডব্লিউই ডে দিবসের একটি অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। এরপরই অসুস্থ হয়ে পড়েন স্ত্রী সোফি।

পরে হাসপাতালে নেয়ার পর পরীক্ষা করে চিকিৎসকরা জানান, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। তারপরই স্ত্রীসহ আইসোলেশনে চলে যান কানাডার প্রধানমন্ত্রী।

কানাডাতে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৬১ জন। আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৫৫ জন। এদের মধ্যে ৫০৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

No comments:

Post a Comment