Sunday, March 29, 2020

করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর চার পরামর্শ


করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবং তা মোকাবেলায় দেশবাসীকে চারটি পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দেয়া চারটি পরামর্শ হলো-

করোনাভাইরাস মোকাবেলায় আপনার করণীয়

অতি জরুরি প্রয়োজন ছাড়া কারো বাড়ির বাইরে বের হওয়ার দরকার নেই। গণজমায়েত এড়িয়ে চলুন। বিদেশ ফেরতরা ১৪ দিন আলাদা থাকুন। বার বার সাবান দিয়ে হাত পরিষ্কার করুন। হাঁচি-কাশি দেয়ার সময় রুমাল বা টিস্যু ব্যবহার করুন। যেখানে সেখানে কফ-থুথু ফেলবেন না। করমর্দন ও কোলাকুলি পরিহার করুন। ঘরে নামাজ আদায় করুন। অন্য ধর্মাবলম্বীরাও ঘরে বসে প্রার্থনা করুন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া দিক-নির্দেশনা মেনে চলুন।

সুরক্ষা ও চিকিৎসা সামগ্রীর ঘাটতি নেই

চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। তাদের নিরাপত্তার সব সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে। দেশে করোনা পরীক্ষার পর্যাপ্ত কিট মজুত আছে। রাজধানীতে চারটি স্থানে এবং চট্টগ্রামে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। দেশের অন্য বিভাগেও পরীক্ষাগার স্থাপনের কাজ চলছে। তাই কেউ গুজব ছড়াবেন না। যারা গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

করোনাভাইরাসে ভীত হবেন না

ভাইরাসটি দ্রুত ছড়ানোর ক্ষমতা রাখলেও তা প্রাণঘাতী নয়। যারা আক্রান্ত হচ্ছেন তাদের অধিকাংশই অল্প কয়েক দিনের মধ্যে সুস্থ হয়ে উঠছেন। শুধু বয়স্করা একটু ঝুঁকিতে আছেন। তাদের প্রতি পরিবারের নজর দিতে হবে। আতঙ্কিত হওয়া যাবে না। নিজেসহ আশপাশের মানুষরা যেন সংক্রমিত না হন সেদিকে খেয়াল রাখুন। আপনি এবং আপনার পরিবার সচেতন হলে পুরো দেশ সুরক্ষিত থাকবে।

সহনশীল ও সংবেদনশীল হোন

এই মুহূর্তে বাংলাদেশসহ পুরো বিশ্বে এক সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। এ পরিস্থিতি মোকাবেলা করতে হলে সবাইকে সহনশীল ও সংবেদনশীল হতে হবে। দেশে খাদ্যের কোনো সংকট নেই। তাই বিনা কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করবেন না। যতটুকু প্রয়োজন ততটুকুই পণ্য কিনুন। স্বল্প আয়ের মানুষদের কেনার সুুযোগ দিন। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে সমাজের ধনী ও বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

প্রসঙ্গত, আইইডিসিআরের তথ্যমতে, গত ৮ মার্চ শেষে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত মোট আক্রান্ত ৪৮ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৫ জন। মারা গেছেন ৫ জন। গত দুই দিনে দেশে নতুন কোনো রোগী আক্রান্ত হয়নি বলে আজ নিয়মিত সংবাদ সম্মেলনে জানানো হয়।

No comments:

Post a Comment