Thursday, March 26, 2020

কাদের: প্রধানমন্ত্রী কল্পনাপ্রসূত প্রতিশ্রুতি দেননি


জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো কল্পনাপ্রসূত প্রতিশ্রুতি দেননি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা তার ভাষণে মিথ্যার ফানুস উড়াননি। কোনো কল্পনাপ্রসূত প্রতিশ্রুতিও দেননি। যা বলেছেন সবকিছুই বাস্তবতার নিরিখে স্বাভাবিক ভবিষ্যতের রূপরেখা। তিনি অনাকাঙ্ক্ষিত করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবেলার রূপরেখা ও কর্মপরিকল্পনা তুলে ধরেছেন।

তিনি বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের পক্ষ থেকে কী কী ব্যবস্থা নেয়া হয়েছে সেসব ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিদেশ ফেরত যাত্রীদের স্ক্রিনিং করা থেকে শুরু করে কোয়ারেন্টাইন ব্যবস্থা, হাসপাতাল প্রস্তুত ও চিকিৎসা সামগ্রী সরবরাহে সরকারের সব কার্যক্রমের কথা তিনি বলেছেন।

সেতুমন্ত্রী বলেন, করোনাভাইরাস আমাদের শত্রু। তাই এ শত্রু মোকাবেলা করাও একটা যুদ্ধ। এ যুদ্ধে বিজয়ী হতে হলে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলতে হবে। ঘরে বসেই মরণব্যাধী করোনাকে পরাজিত করা হবে। সবাই মিলে যদি নিজ নিজ ঘরে থাকি তাহলেই এ যুদ্ধে আমরা জয়ী হবো ইনশাআল্লাহ।

No comments:

Post a Comment