Tuesday, March 24, 2020

সৌদিতে প্রথম মৃত্যু!


প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আবদেলাহি। খবর জেরুজালেম পোস্ট।

তিনি বলেন, যিনি মারা গেছেন তার বয়স ছিল ৫১ বছর। তিনি আফগানিস্তানের নাগরিক। এখানে শ্রমিক ভিসা নিয়ে কাজ করছিলেন। করোনাভাইরাসে সংক্রমিত হলে মদিনার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এরপর গতকাল সোমবার রাতে তিনি মারা যান।

সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৬৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২০৫ জন।

No comments:

Post a Comment