Tuesday, March 24, 2020

সাত পোশাক কারখানা বন্ধ ঘোষণা


দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রভাবে এবার পোশাক কারখানা বন্ধ করতে বাধ্য হলেন মালিকরা। এখন পর্যন্ত ৭টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিএমইএর পরিচালক আসিফ ইব্রাহিম।

তিনি বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রভাবে ইতোমধ্যে অসংখ্য ক্রয় আদেশ স্থগিত করেছে ক্রেতারা। তাই কোনো উপায় না পেয়ে কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছেন মালিকরা। এখন পর্যন্ত বিজিএমইএর সদস্যভুক্ত সাতটি কারখানা বন্ধ হয়েছে।

আসিফ ইব্রাহিম বলেন, শ্রম আইনের বিধিমালা অনুসরণ করেই কারখানাগুলো বন্ধ করেছেন মালিকরা। তাছাড়া বিজিএমইএ থেকে সবাইকে জানিয়ে দেয়া হয়েছে, যদি কেউ কারখানা বন্ধ করতে চায় তাহলে শ্রম আইনের বিধিমালা অনুযায়ী বন্ধ করতে হবে।

তিনি বলেন, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ৮৮৪টি পোশাক কারখানায় ৬ কোটি ৯৭ লাখ ৪৭ হাজার ক্রয় আদেশ বাতিল করা হয়েছে। যার সর্বমোট মূল্য ২ দশমকি ২৫ বিলিয়ন মার্কিন ডলার। এ কারখানাগুলোতে ১৪ লাখের বেশি শ্রমিক কাজ করেন।

তবে শৃঙ্খলার বিষয়টি বিবেচনা করে বন্ধ হওয়া কারখানাগুলোর নাম বলেননি বিজিএমইএ পরিচালক।

No comments:

Post a Comment