Saturday, March 28, 2020

করোনায় পাল্টে যাবে বিশ্ব!


ব্যস্ত দুনিয়াটাকে হঠাৎ করেই স্তব্ধ করে দিয়েছে করোনাভাইরাস। কিছু ব্যতিক্রম ছাড়া সব মানুষ ঘরবন্দি। কতদিন এভাবে থাকতে হবে, তাও কেউ জানে না। প্রতিদিন শত শত মানুষ মৃত্যুবরণ করছেন, আক্রান্ত হচ্ছেন হাজার হাজার। এই অচলাবস্থা মানুষের মনোজগতে এক বিরাট পরিবর্তন নিয়ে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, করোনাভাইরাস পরবর্তী বিশ্ব হতে পারে সম্পূর্ণ অন্যরকম।

মানুষের মূল্যবোধে পরিবর্তন আসবে। পরিবর্তন আসবে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গিতেও। রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আমূল বদলে যেতে পারে। জাতিগুলো আরো কাছাকাছি আসবে। প্রযুক্তিতে বুঁদ হয়ে থাকা মানুষ নিজেকে সর্বেসর্বা ভাবতে শুরু করেছিল, সেই ভাবনাও ধ্বংস হয়ে যাবে।

বিশ্ব অর্থনীতি যে বড় ধাক্কার মুখোমুখি সেটা তো স্পষ্টই। যদিও প্রকৃত অবস্থাটা আমরা কেউ জানি না। করোনার কারণে পৃথিবী এতটাই ব্যতিব্যস্ত যে, সে হিসেব বের করার ফুসরত নেই রাষ্ট্রগুলোর। শুধু আর্থিক বিষয় নয়, আরো বহু অনির্ণেয় ক্ষতির মুখোমুখি হতে যাচ্ছে এই পৃথিবী।

বিশেষজ্ঞরা মনে করছেন, নিউইয়র্কে ৯/১১ সন্ত্রাসী হামলা যেমন পৃথিবীকে পাল্টে দিয়েছিল, রাজনীতি-অর্থনীতিতে যোগ করেছিল নতুন অধ্যায়, তেমনি করোনাভাইরাস তার চেয়ে অনেক বেশি পাল্টে দেবে এই পৃথিবীকে।

মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী মার্ক লরেন্স বলেন, করোনা পরবর্তী বিশ্বে আমরা নতুন মাত্রার স্বদেশপ্রেম দেখতে পাব। এতদিন বন্দুক হাতের যোদ্ধাদেরকেই সবচেয়ে বড় দেশপ্রেমিক ভাবা হতো। তারা ঠেকাতো রাষ্ট্রের শত্রুকে। কিন্তু এবার শুধু রাষ্ট্র নয়, দুনিয়াকে বাঁচাতে যারা সামনে থেকে লড়ছে তারা বন্দুকধারী নন। তারা হলেন চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট, বিজ্ঞানীসহ আরো অনেকে। অনেক নিম্ন আয়ের মানুষও জীবন বাজি রেখে এই যুদ্ধে লড়ছেন। সুতরাং এরাই এখন সত্যিকারের দেশপ্রেমিক।

করোনাভাইরাসের অভিঘাতে মানুষ মানুষের প্রতি আরো সহমর্মী হবে। উঁচু-নিচু ভেদাভেদ কমবে। সাধারণ মানুষ অস্তিত্ববাদী বিজ্ঞান থেকে ‘বিশ্বাস’-এর দিকে ঝুঁকবে। যেহেতু গোটা বিশ্বকে লড়তে হচ্ছে অভিন্ন শত্রুর (করোনাভাইরাস) বিরুদ্ধে, সেহেতু কমে যেতে পারে ব্যক্তিচর্চা, বিষোদগার।

সবমিলিয়ে এক অন্য এক পৃথিবী দেখার অপেক্ষায় আমরা।

No comments:

Post a Comment