Sunday, March 29, 2020

জাতিসংঘ: করোনা নির্মূল না হওয়া পর্যন্ত কেউ ঝুঁকিমুক্ত নয়


প্রাণঘাতী করোনাভাইরাস সব জায়গায় থেকে নির্মূল না হওয়া পর্যন্ত এই পৃথিবীর কেউ বিপদ থেকে মুক্ত নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক। মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার হতদরিদ্রদের করোনাভাইরাস মোকাবেলায় সংস্থাটির দুই বিলিয়ন ডলারের একটি তহবিল ঘোষণার পর এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। খবর আল-আরাবিয়া। 

স্টিফেন দুজারিক বলেন, জাতিসংঘ দুই বিলিয়ন ডলারের একটি ফান্ড তৈরি করেছে। এসব অর্থ ব্যয় হবে বিশ্বের দরিদ্র মানুষের পেছনে। যাতে করে তারা করোনার বিস্তার থেকে নিজেদের রক্ষা করতে পারেন। আমাদের ফান্ডে যা অর্থ আছে তা বিশ্বের অনেক রাষ্ট্রেরই তৈরি করা ফান্ডের কাছে কিছুই না। আমরা তো বিলিয়ন ডলারের ফান্ড তৈরি করেছি। তারা তো করছে ট্রিলিয়ন ডলারের ফান্ড। এসব কোনো কিছুই কাজে আসবে না, যদি না ভাইরাসটি সম্পূর্ণ পৃথিবী থেকে বিতাড়িত করা সম্ভব হয়। সে পর্যন্ত কেউ বিপদ মুক্ত নয়।

তিনি আরো বলেন, এখন পর্যন্ত ভাইরাসটি উন্নত দেশগুলোতেই বেশি হানা দিয়েছে। তাদেরই এর মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে, তাহলে একবার স্বল্প উন্নত ও অনুন্নত দেশগুলোর কথা ভাবুন। ভাইরাসটি এত দ্রুত চড়াচ্ছে যে, খুব দ্রুতই তা বিশ্বের দরিদ্র দেশগুলোতে ছড়িয়ে পড়তে পারে। এসব দেশের মানুষ ঠিকমতো তাদের আহার যোগার করতে পারে না। ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাবে কী করে? তাদের সুরক্ষা নিশ্চিতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

No comments:

Post a Comment