মহামারি করোনাভাইরাসের কারণে সারা বিশ্ব যখন আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে তখন থাইল্যান্ডের রাজা বেশ আমোদেই দিন কাটাচ্ছেন। করোনার সংক্রমণ রোধে চিকিৎসকরা আলাদা থাকার কথা বলছেন, অথচ এই রাজা সেলফ আইসোলেশনে ঢুকেছেন ২০ জন রক্ষিতা (উপপত্নী) নিয়ে। এ ঘটনায় থাইল্যান্ডজুড়ে সমালোচনার ঝড় বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করছেন বিশ্বের অন্যান্য দেশের নাগরিকরাও।
জার্মান ট্যাবলয়েড ‘বিল্ড’-এর প্রতিবেদনে উঠে এসেছে, থাইল্যান্ডের ৬৭ বছর বয়সী রাজা মহা ভাজিরালংকর্ন জার্মানির একটি বিলাসবহুল হোটেল ভাড়া নিয়ে সেলফ আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তার সঙ্গে আছে ২০ জন রক্ষিতাসহ আরও অনেক চাকরবাকর!
প্রতিবেদনে বলা হয়েছে, রাজার ৪ স্ত্রীর কেউ সঙ্গে আছেন কিনা, এ নিয়ে কিছু জানা যায়নি।
থাইল্যান্ডের নাগরিকরা রাজার সমালোচনা করতে পারেন না। কারণ দেশটিতে প্রচলিত আইন অনুযায়ী, রাজার সমালোচনা করলে শাস্তি হিসেবে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
থাইল্যান্ডে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৮৮ জন। মৃত্যুবরণ করেছেন ৮ জন। আক্রান্তের মধ্যে ৯৭ জন সুস্থ হয়ে উঠলেও ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।
No comments:
Post a Comment