বর্তমান বিশ্বের ভয়াবহ সংকট করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দুনিয়ার দেশে দেশে চলছে নানা বিধি-নিষেধ। এর মধ্যে অন্যতম হলো লকডাউন ও কারফিউ। সেই লকডাউনের তালিকায় এবার যুক্ত হতে যাচ্ছে রাশিয়া। ইতোমধ্যে রাজধানী মস্কো লকডাউন ঘোষণা করা হয়েছে।
জনগণকে সরকার ঘরে থাকার আহ্বান জানালেও তা না মানায় আজ সোমবার মস্কো লকডাউন ঘোষণা করা হলো বলে জানিয়েছে গার্ডিয়ান।
তবে দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন পুরো রাশিয়ায় লকডাউনের প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। এর আগেই দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘নো-ওয়াকিং’ ঘোষণা করেন।
যুক্তরাষ্টভিত্তিক গণনাকারী সংস্থাটির মতে, রাশিয়ায় এ পর্যন্ত ১ হাজার ৮৩৬ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯ জন। সুস্থ হয়েছেন ৬৬ জন।
অন্যদিকে, বিশ্বব্যাপী মরণাঘাতী এ ভাইরাসটিতে এখন পর্যন্ত ৭ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৫ হাজারের বেশি। এ ছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ১ লাখ ৫৬ হাজারের বেশি।
No comments:
Post a Comment