Wednesday, March 25, 2020

করোনায় আক্রান্ত প্রিন্স চার্লস


ব্রিটেনে করোনার থাবা এবার খোদ রাজপরিবারে। আক্রান্ত হয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ দম্পতির জ্যেষ্ঠ পুত্র এবং ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস। ৭১ বছর বয়সী চার্লসের করোনায় আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করা হয়েছে রাজপরিবার থেকেই।

রাজপরিবারে বেশ কয়েকদিন আগ থেকেই করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। বাকিংহাম প্যালেসের এক কর্মী করোনা আক্রান্ত হওয়ায় রানি দ্বিতীয় এলিজাবেথকে উইন্ডসর দুর্গে সরিয়ে নেওয়া হয়।

রাজপরিবার থেকে জানানো হয়, আক্রান্ত প্রিন্স চার্লস বর্তমানে স্কটল্যান্ডে আইসোলেশনে আছেন। তার স্ত্রী ক্যামিলাকেও পরীক্ষা করা হয়েছে। তবে তার করোনাভাইরাস ধরা পড়েনি। অবশ্য সতর্কতার জন্য তিনিও আইসোলেশনে থাকছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, চালর্স এখন চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন। তবে তিনি ভালো আছেন।

কীভাবে প্রিন্স চালর্সের শরীরে করোনা সংক্রমিত হলো তা বের করার চেষ্টা করা হচ্ছে। কারণ এই সংক্রমণ রাজপরিবারের জন্য অশনি সংকেত। সেক্ষেত্রে ঝুঁকির মধ্যে পড়ে যান রাজপরিবারের অন্যান্যরাও।

No comments:

Post a Comment