Tuesday, March 31, 2020

ইরানে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১০০, মৃত ১৪১


ইরানে গত ২৪ ঘণ্টায় মরণঘাতী করোনাভাইরাসে আরো ৩ হাজার ১১১ জন আক্রান্ত হয়েছেন। সেইসঙ্গে মারা গেছে ১৪১ জন। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর রাষ্ট্রীয় টেলিভিশনকে মঙ্গলবার বলেন, এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪ হাজার ৬০৬ জন। এ ছাড়া এ পর্যন্ত ২ হাজার ৮৯৮ জনের মৃত্যু হয়েছে।

জাহানপুর আরো জানান, এ পর্যন্ত ১৪ হাজার ৬৫৬ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে ৩ হাজার ৭০৩ জনের অবস্থা গুরুতর।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণনাকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, এ পর্যন্ত বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে মরণাঘাতী এ ভাইরাসটি। এতে এখন পর্যন্ত ৮ লাখ ২ হাজার ৭৪৮ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৯ হাজার ১৬ জন। এ ছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৩১৯ জন।

No comments:

Post a Comment