Thursday, April 2, 2020

একদিনেই আক্রান্ত এক লাখ, মৃত্যু ৬ হাজারের বেশি


বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬ হাজারের বেশি। আক্রান্ত এবং মৃতের দিক দিয়ে একদিনে এটিই সর্বোচ্চ।

বৃহস্পতিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শুধু যুক্তরাষ্ট্রেই নতুন করে সংক্রমিত হয়েছেন ২৫ হাজার মানুষ। গোটা বিশ্বে তা এক লাখের বেশি। গোটা বিশ্বে মারা গেছেন ৬ হাজাররের বেশি মানুষ। যার অর্ধেকের বেশি মারা গেছে ইতালি, স্পেন এবং যুক্তরাষ্ট্রে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দেওয়া তথ্য অনুযায়ী, মার্চ মাসের শেষ সপ্তাহে বিশ্বজুড়ে গড়ে প্রতিদিন ৫০ থেকে ৫৫ হাজার মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। প্রতিদিন মারা গেছে গড়ে ৩ হাজার করে।

গতকাল বুধবার প্রকাশিত হওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার একদিনে বিশ্বজুড়ে ৭৫ হাজার মানুষ কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন এবং মারা গেছেন ৪ হাজারের বেশি।

এ ধারা অব্যাহত থাকলে কয়েকদিনের মধ্যে সংক্রমণের সংখ্যা ১০ লাখ এবং মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছে যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়।

বিশ্বের ২০৩টি দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৯ লাখ ৪০ হাজার ৭৩৩ জন। এর মধ্যে মারা গেছেন ৪৭ হাজার ৫১৮ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৯৬ হাজার ২১৭ জন।

No comments:

Post a Comment