Tuesday, March 31, 2020

টাঙ্গাইলে জ্বর ও সর্দি-কাশি নিয়ে পোশাক শ্রমিকের মৃত্যু


টাঙ্গাইলে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে এক পোশাক শ্রমিকের (৩৫) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মধুপুর উপজেলার নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। এরপরই তার বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মধুপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল বলেন, ওই ব্যক্তি ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। গত রোববার জ্বর নিয়ে তিনি বাড়িতে ফেরেন। কিন্তু তার পরিবার পুরো বিষয়টি গোপন রেখেছিল। গতকাল থেকে পাতলা পায়খানা শুরু হয়। আজ দুপুরে মৃত্যুবরণ করেন।

জেলা সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামান বলেন, ইতোমধ্যে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। শিগগিরই তা ঢাকায় আইইডিডিসিআরে পাঠানো হবে। আপাতত ওই ব্যক্তির পুরো পরিবারকে লকডাউন করা হয়েছে।

জেলা প্রশাসক (ডিসি) শহীদুল ইসলাম বলেন, বাড়িতে আসার পর থেকে যারা তার সঙ্গে দেখা করতে এসেছেন তাদের খোঁজ নেয়া হচ্ছে। যদি করোনা নেগেটিভ আসে তাহলে সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হবে।

করোনায় মৃত ব্যক্তির দাফনের জন্য প্রতিটি উপজেলায় একটি দল গঠন করা হয়েছে। তাদের তত্ত্বাবধানে ওই ব্যক্তির দাফন সম্পন্ন করা হবে, যোগ করেন তিনি

No comments:

Post a Comment