Tuesday, March 31, 2020

করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে ৫৭৫ জনের মৃত্যু


মরণাঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৫৭৫ জনের মৃত্যু হয়েছে। যা দেশটিতে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর একদিনে সর্বোচ্চ মৃত্যু। মার্কিন স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে দেশটির প্রভাবশালী গণমাধ্যম সিএনএন সোমবার এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ভাইরাসটি যুক্তরাষ্ট্রে শনাক্তের পর এ নিয়ে মোট ৩ হাজার ৪ জনের মৃত্যু হলো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, যুক্তরাষ্ট্র ‘ভয়ংকর ৩০ দিন’ অতিক্রম করছে।

তিনি বলেন, ‘আমাদের ভবিষ্যৎ আমাদের হাতে, এবং আমাদের পছন্দ ও উৎসর্গ ভাইরাসটির ভবিষ্যত তথা আমাদের বিজয় নির্ধারণ করবে।’

এদিন যুক্তরাষ্ট্রে সামাজিক দূরত্ব বজায় রাখার মেয়াদ আরো ৩০ দিন অর্থাৎ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণনাকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, এ পর্যন্ত বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে মরণাঘাতী এ ভাইরাসটি। এতে এখন পর্যন্ত ৮ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৮ হাজার ৭৪৮ জন। এ ছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ১ লাখ ৭০ হাজার।

No comments:

Post a Comment