Sunday, October 15, 2023

মেডিকেল এডমিশন কোর্স - ২০২৩

 


অনেক শিক্ষার্থীরই স্বপ্ন থাকে ভালো একটি মেডিকেল কলেজে চান্স পাওয়া, মেডিকেলে চান্স পাওয়ার জন্য মেডিকেল ভর্তি পরীক্ষার পূর্বে একজন শিক্ষার্থীকে নিতে হয় গোছানো প্রস্তুতি পাশাপাশি মেধার সর্বোচ্চ প্রয়োগ, যা তাকে অন্য শিক্ষার্থী থেকে আলাদা করে তুলবে। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বিগত বছরের মেডিকেল প্রশ্ন প্রাকটিস করে নিজেকে প্রস্তুত করতে হবে এখন থেকেই। আর এই প্রস্তুতি নিশ্চিত করতেই টেন মিনিট স্কুল নিয়ে এসেছে মেডিকেল এডমিশন কোর্স - ২০২৩। দেশসেরা শিক্ষকদের অভিজ্ঞতার আলোকে নিজেকে প্রস্তুত করে ভর্তি পরীক্ষা জয় করতে আজই এনরোল করুন মেডিকেল এডমিশন কোর্স - ২০২৩ কোর্সটিতে। ৫ টি বিষয়ের (পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ইংরেজি এবং সাধারণ জ্ঞান) ৯০ টি লাইভ ক্লাস। যে ক্লাসগুলোতে মেডিকেল ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করা হবে। এছাড়াও অধ্যায়ভিত্তিক ডেইলি MCQ পরীক্ষা, উইকলি পরীক্ষা, মান্থলি পরীক্ষা, পেপার ফাইনাল পরীক্ষা, সাব্জেক্ট ফাইনাল পরীক্ষা এবং মেডিকেল ভর্তি পরীক্ষার আদলে পূর্ণাঙ্গ মডেল টেস্ট। পূর্ণাঙ্গ এই কোর্সটি তোমার মেডিকেল ভর্তি (Medical Admission 2023) পরীক্ষার প্রস্তুতিতে সবার থেকে এগিয়ে রাখবে।

কোর্স সম্পর্কে বিস্তারিত

  • কোর্সটি হবে আমাদের Specially designed Priority Based Learning এর মাধ্যম। অর্থ্যাৎ যে অধ্যায় গুলো শর্ট সিলেবাসে ছিল এবং জরুরি বেশি, সেগুলো আগে পড়ানো হবে এবং বেশি সময় নিয়ে পড়ানো হবে। যা তোমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করবে।
  • প্রতিটি অধ্যায়ের আগে ফুল ব্যাসিক এবং এরপর টাইপওয়াইস প্র্যক্টিস ও কোশ্চেন ব্যাংক সলভ করানো হবে।
  • ২:৩০ ঘন্টা করে ৯০ টি লাইভ ক্লাস হবে এবং ৫ টি রিভিশন ক্লাস, ফলে সকল সাবজেক্টেই সমান গুরুত্ব দেয়া সম্ভব হবে। (বায়োলজি- ২৭টি, ফিজিক্স- ২০ টি, কেমিস্ট্রি- ১৮টি,, সাধারণ জ্ঞান-১০টি, ইংরেজি-১৫টি)।
  • আমাদের ২২ ব্যাচের এডমিশনের সকল রেকর্ডেড ক্লাস।
  • গুরুত্বপূর্ণ তথ্য সহকারে ও বিগত বছরের প্রশ্নের এনালাইসিসসহ আমাদের গোছানো লেকচার শীট , ক্লাসের এনোটেটেড লেকচার স্লাইড এবং লাইভে হয়ে যাওয়া প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও , যা আমাদের অ্যাপ এবং ওয়েভসাইটে সুন্দরভাবে গোছানো থাকবে।
  • আমাদের অভিজ্ঞ সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদের সাথে জুম সেশন , যেখানে আমরা শিক্ষার্থীদের সমস্যাগুলো শুনবো এবং সেই অনুযায়ী সম্ভাব্য সমাধান দিবো ।
  • নেগেটিভ মার্কিং ও পরীক্ষার হলের টাইম ম্যানেজমেন্ট এর পূর্ণাঙ্গ ধারনা।
  • সকল ক্লাসই হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে, যেন ক্লাস করতে কোন প্রকার সমস্যা না হয়।

কোর্সটি যাদের জন্য 

  • HSC 23 এবং 22 ব্যাচের সেকেন্ড টাইমাদের জন্য আমাদের এই কোর্সটি একটি মেডিকেল ভর্তি প্রস্তুতির পূর্ণাঙ্গ কোর্স হতে যাচ্ছে।
  • যারা কলেজে ক্লাস করতে পারে নি বা ক্লাসরুমে বসে ক্লাস করার সুযোগ খুব বেশি হয়নি।
  • বেসিক প্রিপারেশনেও ঘাটতি আছে যাদের।
  • শর্ট সিলেবাসের অপর্যাপ্ত প্রস্ততির পাশাপাশি যাদের ফুল সিলেবাসের প্রস্তুতিতেও পরিপূর্ণ ঘাটতি রয়েছে
  • সারা বছর বিজ্ঞানের বিষয়গুলো মনোযোগ দিতে গিয়ে যাদের সাধারণ জ্ঞান ও ইংরেজিতে ভালো প্রস্তুতি নেয়া হয় নি।


No comments:

Post a Comment