Showing posts with label প্রাথমিক শিক্ষক নিয়োগ. Show all posts
Showing posts with label প্রাথমিক শিক্ষক নিয়োগ. Show all posts

Saturday, March 2, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বিজ্ঞান ও প্রযুক্তি মডেল টেস্ট-৯


বিজ্ঞান ও প্রযুক্তি মডেল টেস্ট-৯



১) পড়ন্ত বস্তুর সূত্র কোন্ বিজ্ঞানী প্রদান করেন?
ক) আর্কিমিডিস খ) ডারউইন গ) গ্যালিলিও ঘ) সিভি রমন

২) তড়িৎ প্রাবল্যের ব্যবহারিক একক কোনটি?
ক) নিউটন-কুলম্ব খ) নিউটন/কুলম্ব গ) ডাউন/ই.এস.ইউ চার্য ঘ) কোনটিই নয়

৩) আলট্রাসনোগ্রাফি কী?
ক) নতুন ধরনের এক্সরে খ) ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং গ) শরীরের অভ্যন্তরের শব্দ বিশ্লেষণ ঘ) শক্তিশালী শব্দ দিয়ে পিত্ত পাথর বিচূর্ণীকরণ

৪) শালবন কোন্ বনাঞ্চল হিসেবে পরিচিত?
ক) পত্রঝরা খ) চিরসবুজ গ) মিশ্র ঘ) ম্যানগ্রোভ

৫) পুরু কাঁচের গ্লাসে পানি রাখলে তা ফেটে যায়, কারণ-
ক) গ্লাস তাপ কুপরিবাহী বলে খ) গ্লাস তাপ সুপরিবাহী বলে গ) গ্লাসের ভিতরে এবং বাহিরে অসম আয়তন প্রসারণের জন্য ঘ) গ্লাসের ভিতরে এবং বাহিরের আয়তন প্রসারণের জন্য

৬) সিনেমাস্কোপ প্রজেক্টরে কোন্ ধরনের লেন্স ব্যবহৃত হয়?
ক) উত্তল খ) অবতল গ) সমতল ঘ) গোলাকার


৭) বিবর্ধক কাঁচ কোন্ ধরনের বিম্ব গঠন করে?
ক) সোজা ও খর্বিত খ) সোজা ও বিবর্ধিত গ) উল্টো ও খর্বিত ঘ) উল্টো ও বিবর্ধিত

৮) কোনটি অপারেটিং সিস্টেম?
ক) বেসিক খ) উইন্ডোজ-২০০০ গ) কোবল ঘ) কোয়াট্রোপ্রো

৯) কম্পিউটারের হিসেবে নিকেশ করার জন্য নিচের কোন্ সফটওয়্যারটি সর্বাধিক উপযোগী?
ক) এম.এস.ওয়ার্ড খ) পাওয়ার পয়েন্ট গ) নোট প্যাড ঘ) এম.এস.এক্সেল

১০) সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে বলা হয়-
ক) পিসি খ) সার্ভার গ) ওয়ার্কস্টেশন ঘ) হোস্ট

১১) ফসল উৎপাদনের জন্য কোন ধরনের মাটি উত্তম?
ক) বেলে মাটি খ) পলি মাটি গ) এঁটেল মাটি ঘ) দোঁ-আশ মাটি

১২) রাইজোবিয়াম কী?
ক) ব্যাকটেরিয়া খ) ভাইরাস গ) ছত্রাক ঘ) পরগাছা

১৩) উদ্ভিদ কোন্ মৌলিক উপাদান মাটি থেকে বেশি পরিমাণে গ্রহণ করে?
ক) ম্যাগনেশিয়াম খ) ফসফরাস গ) নাইট্রোজেন ঘ) পটাশিয়াম

১৪) কোনটি অটোফাইট নয়?
ক) জাম খ) কাঁঠাল গ) ব্যাঙের ছাতা বা ছত্রাক ঘ) শৈবাল

১৫) উদ্ভিদ বিজ্ঞানের জনক কে?
ক) ডারউইন খ) জোহান মেন্ডেল গ) থিওফ্রাস্টাস ঘ) ক্যারোলাস লিনিয়াস

১৬) কোনটির ভেদনক্ষমতা সবচেয়ে বেশি?
ক) গামা রশ্মি খ) বিটা রশ্মি গ) আলফা রশ্মি ঘ) এক্স রশ্মি

১৭) কোন্ মৌলটি হ্যালোজেনের অন্তর্ভূক্ত?
ক) সালফার খ) নাইট্রোজেন গ) অক্সিজেন ঘ) আয়োডিন

১৮) আয়োডিন পাওয়া যায়-
ক) লাইকোন খ) মিউকরে গ) এগারিকাসে ঘ) শৈবালে

১৯) কোন্ যৌগটি সবচেয়ে শক্তিশালী যৌগ?
ক) HCl খ) HClO4 গ) HCOOH ঘ) CH3COOH

২০) কোন্ মৌলটি সবচেয়ে বেশি নিষ্ক্রিয়/ (Inert)?
ক) H খ) He গ) N ঘ) O




উত্তর: ১. গ, ২. খ, ৩. খ, ৪. ক, ৫. গ, ৬. খ, ৭. খ, ৮. খ, ৯. ঘ, ১০. ঘ, ১১. ঘ, ১২. ক, ১৩. গ, ১৪. গ, ১৫. গ, ১৬. ক, ১৭. ঘ, ১৮. ঘ, ১৯. খ, ২০. খ

Friday, March 1, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বাংলা মডেল টেস্ট-৯


বাংলা মডেল টেস্ট-৯ 



১) ভুল সন্ধি-
ক) মনঃ+কষ্ট=মনঃকষ্ট খ) ইতঃ+পূর্বে=ইতোপূর্বে গ) সিম্+হ=সিংহ ঘ) শ্রু+অন+শ্রবণ

২) ‘শুক’ শব্দের স্ত্রীবাচক শব্দ?
ক) সুখী খ) সারি গ) শুকী ঘ) শুকা

৩) দ্বন্দ্ব সমাসবদ্ধ পদ
ক) দম্পতি খ) মধুমাখা গ) রাজপথ ঘ) পলান

৪) আধার আধেয় সম্বন্ধ হলো-
ক) টিনের দুধ খ) রাজশাহীর পদ্মা গ) যমুনা-সেতু ঘ) টর্চের আলো

৫) সাধারণত কোন করনের শব্দের সমার্থ্য শব্দ হয় না?
ক) সাধিত শব্দ খ) পারিভাষিক শব্দ গ) সংকর ঘ) অজ্ঞাতমূলক শব্দ

৬) ‘যুযুৎসা’ শব্দের সম্প্রসারিত রূপ-
ক) যুদ্ধবিদ্যা শিক্ষার আগ্রহ খ) যুদ্ধ করার ইচ্ছা গ) যুযুৎসা শিক্ষার ইচ্ছা ঘ) আত্মরক্ষার্থে আমাদের বিশেষ কৌশল

৭) ‘টুপভুজঙ্গ’ বাগধারাটির অর্থ-
ক) জল-সাপ খ) নির্লজ্জ গ) নেশাগ্রস্থ ঘ) গো-সাপ

৮) ‘বিপদ কখনো একা আসে না’ এর ইংরেজি-
ক) Misfortune never alone comes
খ) Misfortune come never alone
গ) Misfortune never alone come
ঘ) Misfortune never come alone

৯) যথাযথ বিপরীত শব্দজোড় নয়-
ক) আকাশ-পাতাল খ) উত্তম-মধ্যম গ) কান্না-হাসি ঘ) গৃহী-সন্ন্যাসী

১০) কোন্ ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়?
ক) সংস্কৃত খ) পালি গ) প্রাকৃত ঘ) বঙ্গ-কামরূপী

১১) ‘গো-অক্ষ=গবাক্ষ’ এটি কোন্ প্রকার সন্ধি?
ক) স্বরসন্ধি খ) স্বর-ব্যঞ্জন সন্ধি গ) নিপাতনে সন্ধি ঘ) বিসর্গ সন্ধি

১২) লিঙ্গ ব্যাকরণের কোন্ অংশের আলোচ্যবিষয়?
ক) শব্দতত্ত্ব খ) ধ্বনিতত্ত্ব গ) অর্থতত্ত্ব ঘ) বাক্যতত্ত্ব

১৩) ‘কথাসর্বস্ব’ কোন্ ধরনের বহুব্রীহি সমাস?
ক) সমানাধিকরণ খ) ব্যাধিকরণ গ) ব্যতিহার ঘ) মধ্যপদলোপী

১৪) ‘তুমি কোন্ কাননের ফুল’ এ বাক্যে ফুল কোন্ কারক?
ক) অপাদান খ) কর্ম গ) সম্প্রদান ঘ) করণ

১৫) ‘বসুমতী’ শব্দটির সমার্থক শব্দ-
ক) ধরিত্রী খ) ফল গ) গিরি ঘ) কানন

১৬) ‘যে ব্যক্তির বয়স নব্বই বছর’ – এককথায়
ক) বৃদ্ধ খ) নবতিপর গ) বর্ষীয়ান ঘ) প্রবীণ

১৭) ‘মহাভারত অশুদ্ধ হওয়া’ – বাগধারাটির অর্থ-
ক) অপবিত্র হওয়া খ) বড় ক্ষতি হওয়া গ) বড় দোষ হওয়া ঘ) বড় অপমান হওয়া

১৮) Squirrel - এর বঙ্গানুবাদ-
ক) ঝগরাটে খ) বর্গাকৃতি গ) নিপীড়নকারী ঘ) কাঠবিড়ালী

১৯) ‘ধনিন’ এর বিপরীত শব্দ-
ক) নির্ধন খ) দরিদ্র গ) নিঃস্ব ঘ) শ্রমিক

২০) ‘গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়ার মতো নৈপুণ্যেও নেই এবং তাতে মানসিক বিকাশও ব্যাহত হইয়া থাকে’ সাধু বাক্যে ভুলের সংখ্যা-
ক) ৫টি খ) ৬টি গ) ৭টি ঘ) ৮টি




উত্তর: ১. খ, ২. খ, ৩. ক, ৪. ক, ৫. ঘ, ৬. খ, ৭. গ, ৮. ঘ, ৯. খ, ১০. ঘ, ১১. গ, ১২. ক, ১৩. খ, ১৪. খ, ১৫. ক, ১৬. খ, ১৭. গ, ১৮. ঘ, ১৯. ক, ২০. খ

Thursday, February 28, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বাংলা মডেল টেস্ট-৮


বাংলা মডেল টেস্ট-৮ 



১) ‘সন্ধি’ শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে হবে-
ক) সন+ধি খ) সম+ধি গ) সম্+ধি ঘ) সং+ধি

২) কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
ক) হুজুরাইন খ) ঠাকুরুণ গ) পাগলী ঘ) ডাইনী

৩) কোনটি তৎপুরুষ সমাস?
ক) জনমানব খ) মহাকাব্য গ) শতাব্দী ঘ) মন্ত্রমুগ্ধ

৪) ছেলেটি অঙ্কে কাঁচা-এ বাক্যে ‘অঙ্ক’ কোন্ কারক?
ক) অধিকরণ খ) করণ গ) সম্প্রদান ঘ) অপাদান

৫) প্রতিশব্দদ্বয়-
ক) প্যান্ট-কোর্তা খ) মৎস-মাংস গ) লাল-লোহিত ঘ) ফ্রুট-ফল

৬) ‘অনেক কষ্টে যা অধ্যয়ন করা যায়’ এক কথায় কী হবে?
ক) অনধ্যয় খ) দুরধ্যয় গ) কষ্টধ্যয়ন ঘ) নিরধ্যয়ন

৭) ‘শিকায় তোলা’ বাগধারাটির অর্থ-
ক) মুলতবি রাখা খ) সর্বনাশ করা গ) বিগড়ে দেয়া ঘ) গোপন করা

৮) ‘No smoker without fire’ - এর বাংলা-
ক) আগুন ছাড়া ধোঁয়া হয় না খ) বিনা স্বার্থে কিছুই হয় না গ) সব গুজবেরই ভিত্তি আছে ঘ) গুজবই রহস্য সৃষ্টি করে

৯) ‘ঐহিক’ এর বিপরীত শব্দ-
ক) ঐশ্বর্য খ) অনৈক্য গ) সেদিক ঘ) পারত্রিক

১০) ‘স্ত্রী-বিয়োগের আঘাত সহ্য করিতে না পেরে জামিল সাহেব সন্তানদের রেখে বিদেশ চলিয়া যাইতে বাধ্য হলেন।’ সাধুরীতির রচিত বাক্যটিতে ভুল কয়টি?
ক) তিনটি খ) পাঁচটি গ) দুটি ঘ) চারটি

১১) ‘ভ্রাতুষ্পুত্র’ সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায়-
ক) ভ্রাত+পুত্র খ) ভ্রাতঃ+পুত্র গ) ভ্রাতুঃ+পুত্র ঘ) ভ্রাতু+পুত্র

১২) ‘প্রণেতা’ শব্দের স্ত্রীলিঙ্গবাচক রূপ-
ক) প্রণয়ীনি খ) প্রণেত্রী গ) প্রণতি ঘ) প্রণামী

১৩) এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গভরা। এ বাক্যের ‘রঙ্গভরা’ কোন সমাস?
ক) কর্মধারয় খ) বহুব্রীহি গ) তৎপুরুষ ঘ) অব্যয়ীভাব

১৪) ‘আমারে ফিরায়ে লহ অয়ি বসুন্ধরে’। এ বাক্যের ‘বসুন্ধরে’-
ক) কর্তৃকারক খ) কর্মকারক গ) সম্বোধন পদ ঘ) সম্বন্ধ পদ

১৫) ‘মরুৎ’ শব্দের সমার্থক শব্দ-
ক) ধরিত্রী খ) বাতাস গ) মাটি ঘ) মরুদ্যান

১৬) যে রমনী কখনো সূর্যের মুখ দেখেনি’- এককথায়
ক) অসূর্য্যস্পশ্যা খ) অসূর্যস্পশ্যা গ) অসূর্যস্পশা ঘ) অসূর্যস্পর্শা

১৭) ‘বর্ণচোরা’ বাগধারাটির অর্থ হলো-
ক) পাকা আম খ) কপটাচারী গ) কপটহীন ব্যক্তি ঘ) ভণ্ড সাধু

১৮) ‘Contact’ এর অর্থ-
ক) সংসর্গ খ) মূল পাঠ গ) উপসংহার ঘ) প্রসঙ্গ

১৯) ‘যাযাবর’ এর বিপরীত শব্দ-
ক) গৃহকাতর খ) ঘরকুনো গ) গৃহী ঘ) গৃহস্থ

২০) ‘পলিটিকস ও চক্রান্ত যে সমার্থক নয় এ ন্যুনতম বোধ বৃদ্ধিহীন ব্যক্তিগণের হাতে সখ রাজনৈতিক কর্তৃত্বের দায়িত্ব আসিয়া পড়ে তখনই জাতি চরম দুর্দশায় নিপতিত হয়।’ চলিত ভাষায় বাক্যটিতে ভুলের সংখ্যা-
ক) ৫টি খ) ৬টি গ) ৭টি ঘ) ৮টি



উত্তর: ১. গ, ২. ঘ, ৩. ঘ, ৪. ক, ৫. গ, ৬. খ, ৭. ক, ৮. গ, ৯. ঘ, ১০. ঘ, ১১. গ, ১২. খ, ১৩. খ, ১৪. গ, ১৫. খ, ১৬. খ, ১৭. খ, ১৮. ঘ, ১৯. গ, ২০. ঘ

Wednesday, February 27, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি মডেল টেস্ট – ৯

ইংরেজি মডেল টেস্ট – ৯



Find the antonyms of the following (questions 1-3): 
1. DOCILE 
a) Complex b) Unruly c) Optimistic d) Fatuous 

2. OMINUS 
a) Abundant b) Adept c) Wasteful d) Favourable 

3. NOCTURNAL 
a) Diurnal b) Good c) Puny d) Spacious 

Fill in the blanks (questions 4-8): 
4. Raihana was bright but lazy and because of his ----- was never promoted. 
a) novelty b) Sloth c) zeal d) inemnity 

5. The change in the organization was so gradual that they seemed almost ---. 
a) hasty b) spontaneous c) imperceptible d) distorted 

6. I regret that my remarks seemed ----; I never intended to belittle you. 
a) short-sighted b) justified c) unassailable d) disparaging 

7. When you encounter a new culture, many embarrassing situations occur ----- a misunderstanding. 
a) for b) because c) because of d) of 

8. The size and shape of a box depends primarily on the function ---- intended. 
a) for which it is b) which it is c) which it is for d) for which is 

Find the correct sentences (questions 9-11): 
9. a) She is considering not to going 
b) She is considering not going 
c) She is considering not to go 
d) She is considering to not go 

10. a) He was too clever not to miss the point 
b) He was so clever to miss the point 
c) He was so clever too miss the point 
d) He was too clever to miss the point 

11. a) It is I who an responsible for this 
b) It is I who is responsible for this 
c) One of the boys are absent 
d) The poins is happy 

Find the synonym of the followings (questions 12-16): 
12. AUTOGRAPHY 
a) Graph paper b) Out of graph c) Writing about d) Graphical thing 

13. BAD BLOOD 
a) Wrong blood b) Poisonous c) Enimity d) Friendship 

14. FURTIVE 

a) Gailant b) Gullible c) Haughty d) Secret 

15. TRANQUIL 
a) Insolent b) Angry c) Hostile d) Sagacious 

16. DESPISE 
a) Command b) Infuriate c) Abhor d) Facilitate 

Choose the pairs that express a relationship similar to the one expressed by capitalized pair (questions 17-18): 
17. PLAY : ACTS 
a) Essay : Topics b) Game : Athletes c) Novel : Chapter d) Poem : Rhymes 

18. CAUTION : ACCIDENT 
a) Rader : Collision b) Policeman : Criminal c) Worry : Disaster d) Sanitation : Filth 

Choose the best option to replace the underlined part of the sentence (questions 19-20): 

19. The widely accepted big bang theory holds that the universe began in an explosive instant ten to twenty billion years ago and has been expanding ever since. 
a) that the universe began in an explosive instant ten to twenty billion years ago and has been expanding 

b) that the universe had begun in an explosive instant ten to twenty billion year ago and had been expanding 

c) that the beginning of the universe was an explosive instant ten to twenty billion years ago that is expanding 

d) the beginning of the universe to have been an explosive instant ten to twenty billion years ago that is expanding 

e) the universe to have begun in an explosive instant ten to twenty billion years ago had has been expanding 

20. Doctors generally agree that such factors as cigarette smoking, eating rich foods high in fats, and alcohol consumption not only do damage by themselves but also aggravate genetic predispositions towards certain diseases. 
a) not only do damage by themselves but also aggravate 

b) do damage by themselves but also are aggravating to 

c) are damaging by themselves but also are aggravating 

d) not only do damage by themselves, they are also aggravating to 

e) are doing damage by themselves, and they are also aggravating 



Answer: 1.b, 2.d, 3.a, 4.b, 5.c, 6.d, 7.c, 8.a, 9.b, 10.d, 11.b, 12.c, 13.c, 14.d, 15. , 16.c, 17.c, 18.a, 19.a, 20.a

Monday, February 25, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: গণিত মডেল টেস্ট-৭

গণিত মডেল টেস্ট-৭ 



১) ২২৫ এর বর্গমূল কোনটি?
ক) ১৫ খ) ২৫ গ) ৫ ঘ) ৫০৬২৫

২) নিচের কোনটি মূলদ সংখ্যা?
ক) (৪৯/৭) খ) ৭২ গ) ২৭ ঘ) ১.৭৩২

৩) তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ৫, ১০, ১৫ দ্বারা বিভাজ্য?
ক) ৫ খ) ১৫ গ) ১০ ঘ) ২০

৪) ৩, ৬, ৭ এর চতুর্থ সমানুপাতিক কত?
ক) ১০ খ) ১৪ গ) ১২ ঘ) ২১

৫) একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রয় হলো। বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত?
ক) ৩৫০০ খ) ৩২০০ গ) ৩০০০ ঘ) ৩৭০০

৬) একজন কৃষক ৫ জোড়া গরু দিয়ে ৮ দিনে ৪০ হেক্টর জমি চাষ করতে পারেন। তিনি ৭ জোড়া গরু দ্বারা ১২ দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবেন?
ক) ৮০ হেক্টর খ) ৮৬ হেক্টর গ) ৮৪ হেক্টর ঘ) ৯০ হেক্টর

৭) ৫ টাকায় ২টি করে কমলা কিনে ৩৫ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ৪০% লাভ হবে?
ক) ৫ খ) ৬ গ) ৮ ঘ) ১০

৮) (x+6)(x+4) কে দুইটি রাশির অন্তর রূপে প্রকাশ কর।
ক) (x+5)2-12 খ) 25a2-20ab+4b2 গ) (x2+24) ঘ) (x2+6+4)  

৯) a6-b6 এর উৎপাদক কত?
ক) (a+b)(a-b)(a2-ab+b2)(a2+ab+b2)
খ) (a-b)(a-b)(a2-ab+b2)(a2+ab+b2)
গ) (a+b)(a+b)(a2-ab+b2)(a2-ab+b2)
ঘ) (a+b)(a-b)(a2+ab+b2)(a2+ab+b2)

১০) (2)8 এর মান কত?
ক) 16 খ) 64 গ) 128 ঘ) 256

১১) যদি f(a) = a3+ka2-4a-8 হলে k এর কোন মানের জন্য f(2) = 0 হবে?
ক) 2 খ) -2 গ) 3 ঘ) -1/2

১২) (3√72 . 3√7)/√7 = ?
ক) 10/7 খ) 25/3 গ) 343 ঘ) 7

১৩) 7+12+17+.... ধারাটির 30 টি পদের সমষ্টি কত?
ক) 2300 খ) 2323 গ) 2385 ঘ) 2390

১৪) 12+24+48+.....+768 ধারাটির সমষ্টি কত?
ক) 1500 খ) 1524 গ) 1589 ঘ) 1620

১৫) কোন উক্তিটি সঠিক?
ক) সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান
খ) সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে না
গ) চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তা বর্গ
ঘ) আয়তের কর্ণদ্বয় পরস্পর অসমান

১৬) tanθ=?
ক) ভূমি/লম্ব খ) ভূমি/অতিভুজ গ) লম্ব/ভূমি ঘ) অতিভুজ/ভূমি  

১৭) (2a-1+3b-1)-1 = ?
ক) ab/(3a+2b) খ) 343 গ) a2/b ঘ) 10/7

১৮) 55 এর 5 ভিত্তিক লগ কত?
ক) 4/2 খ) 3/2 গ) 5/2 ঘ) ¾

১৯) 400 এর লগ 4; ভিত্তি কত?
ক) 25 খ) 20 গ) 32 ঘ) 5/2

২০) log5(35 . 3) = ?
ক) 6/5 খ) ½ গ) 5/6 ঘ) 4/3



উত্তর: ১. ক, ২. ক, ৩. গ, ৪. খ, ৫. গ, ৬. গ, ৭. ঘ, ৮. ক, ৯. ক, ১০. ক, ১১. ক, ১২. ঘ, ১৩. গ, ১৪. খ, ১৫. ক, ১৬. গ, ১৭. ক, ১৮. খ, ১৯. ক, ২০. গ

Sunday, February 24, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: সাধারণ জ্ঞান মডেল টেস্ট-৮


সাধারণ জ্ঞান মডেল টেস্ট-৮




১) “রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য” এ মামলা থেকে ১৯৬৯ সালে নিম্নের কোন্ তারিখে পাকিস্তানি সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দেন?
ক) ২২ এপ্রিল খ) ২২ জানুয়ারি গ) ২২ মার্চ ঘ) ২২ ফেব্রুয়ারি

২) রবীন্দ্রনাথ ঠাকুর কালের যাত্রা নাটকটি নিম্নের কাকে উৎসর্গ করেন?
ক) সুভাষ চন্দ্র বসু খ) লোকেন্দ্রনাথ পালিত গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঘ) কাজী নজরুল ইসলাম

৩) মুঘল আমলে প্রাদেশিক রাজধানীর দেওয়ানী ও ফৌজদারি মামলার নিষ্পত্তিকারী প্রধান বিচারপতির উপাধি নিম্নের কোনটি ছিল?
ক) ফতুয়ায়ে আলমগিরি খ) মুসলিম ওলামা গ) কাজীউল কুজাত ঘ) কাজী

৪) বাংলাদেশে প্রথম সেলফোন চালু হয়-
ক) ১৬ ডিসেম্বর ২০০৫ সালে খ) ৪ আগস্ট ১৯৯৩ সালে গ) ২৫ নভেম্বর ১৯৯৩ সালে ঘ) ২৬ মার্চ ১৯৯৮ সালে

৫) বাংলা ভাষায় বাংলাদেশের প্রথম মহিলা কবির নাম কি?
ক) বেগম রোকেয়া খ) আশাপূর্ণা দেবী গ) চন্দ্রাদেবী ঘ) ফেরদৌস আরা

৬) ঢাকা সেনানিবাসস্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কি?
ক) বিজয় কেতন খ) স্বাধীনতা কেতন গ) স্বাধীন সুন্দর ঘ) বিজয় বাংলা

৭) সর্বপ্রথম কোন্ বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়?
ক) দিল্লী খ) কোলকাতা গ) লন্ডন ঘ) কাঠমুণ্ডু

৮) বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন-
ক) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার খ) রাজা রামমোহন রায় গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৯) ‘The Unfinished Memories’ কার আত্মজীবনী?
ক) নেলসন মেন্ডেলা খ) মাহাত্মা গান্ধী গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১০) বাংলাদেশে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায় কোন্ সম্প্রদায়ের মধ্যে?
ক) চাকমা খ) মারমা গ) হাডং ঘ) গারো

১১) চীনের হেরাডোটাস নামে পরিচিত-
ক) ফা-হিয়েন খ) সু-ফা-ফিয়েন গ) ইউয়েন সাং ঘ) ইৎসিং

১২) গ্রীক বীর আলেকজান্ডার ভারতবর্ষের কোন্ নদীর তীর পর্যন্ত অগ্রসর হয়েছিলেন?
ক) বিপাশা খ) তাপ্তী গ) বিলাসা ঘ) সিন্ধু

১৩) যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ শুরু হয় কত সালে?
ক) ১৮৫০ সালে খ) ১৮৬১ সালে গ) ১৮৬২ সালে ঘ) ১৮৬৫ সালে

১৪) যুক্তরাষ্ট্রে ইংল্যান্ডের প্রথম কলোনী-
ক) নিউ ইয়র্ক খ) ভার্জিনিয়া গ) রোড আইল্যান্ড ঘ) ফ্লোরিডা

১৫) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা-
ক) জওহর লাল নেহেরু খ) মোহাম্মদ আলী জিন্নাহ গ) হিউম ঘ) মাহাত্মা গান্ধী

১৬) ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ ও রানী মেরী ভারত সফরে আসেন-
ক) ১৯০৫ সালে খ) ১৯১১ সালে গ) ১৯১৪ সালে ঘ) ১৯১৮ সালে

১৭) বার্লিন দেয়ালের পতন ঘটে কত সালে?
ক) ১৯৮৭ সালে খ) ১৯৮৮ সালে গ) ১৯৮৯ সালে ঘ) ১৯৯০ সালে

১৮) বিশ্ব ডায়াবেটিস দিবস-
ক) ১৪ নভেম্বর খ) ১ ডিসেম্বর গ) ৩ ডিসেম্বর ঘ) ১৫ অক্টোবর

১৯) ফার্সি কোন্ দেশের রাষ্ট্রীয় ভাষা?
ক) ইরাক খ) ইরান গ) আফগানিস্তান ঘ) তুর্কমেনিস্তান

২০) দর্শন শাস্ত্রের জনক কে?
ক) এ্যারিস্টটল খ) প্লেটো গ) সক্রেটিস ঘ) জন মিলটন



উত্তর: ১. ঘ, ২. গ, ৩. ঘ, ৪. খ, ৫. গ, ৬. ক, ৭. খ, ৮. খ, ৯. ঘ, ১০. ঘ, ১১. , ১২. ক, ১৩. খ, ১৪. খ, ১৫. গ, ১৬. খ, ১৭. ঘ, ১৮. ক, ১৯. খ, ২০. ক

Saturday, February 23, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বিজ্ঞান ও প্রযুক্তি মডেল টেস্ট-৮


বিজ্ঞান ও প্রযুক্তি মডেল টেস্ট-৮



১) ডিউটোরিয়াম কোন্ মৌলের আইসোটোপ?
ক) নাইট্রোজেন খ) হাইড্রোজেন গ) কার্বন ঘ) অক্সিজেন

২) যে শক্তির বলে অণুতে পরমাণুসমূহ আবদ্ধ থাকে তাকে বলে-
ক) যোজ্যতা খ) অষ্টক গ) বন্ধন ঘ) আয়ন

৩) কাজের একক-
ক) নিউটন খ) প্যাসকেল গ) জুল ঘ) ওয়াট

৪) বাদ্যযন্ত্রসমূহ ফাঁকা থাকে কেন?
ক) ফাঁকা বাক্সের বায়ুতে অনুনাদ সৃষ্টি হয়ে শব্দের প্রাবল্য বৃদ্ধি পায়
খ) ফাঁপা বাক্স ব্যতীত কম্পন সৃষ্টি হয় না
গ) বাদ্যের সুরকে মধুর করতে ফাঁপা বাক্স অত্যাবশ্যক
ঘ) ফাঁপা বাক্সে বাদ্যের সৌন্দর্য বৃদ্ধি পায়

৫) ফারেনহাইট স্কেলে পানির স্ফুটনাংক কত?
ক) ৮০ খ) ১০০ গ) ১৮০ ঘ) ২১২

৬) দুই টুকরা বরফকে চাপ দিয়ে এক টুকরা বরফে পরিণত করা যায়। কারণ, সংযোগস্থলের-
ক) তাপমাত্রা বেড়ে যায় খ) গলনাংক ০ সেলসিয়াস থেকে বেড়ে যায় গ) তাপমাত্রা কমে যায় ঘ) গলনাংক ০ সেলসিয়াস থেকে কমে যায়

৭) ক্যাথোডকে কী বলে?
ক) ধনাত্মক তড়িৎদ্বার খ) নিরপেক্ষ তড়িৎদ্বার গ) ঋণাত্মক তড়িৎদ্বার ঘ) অ্যামিটার

৮) তাপ সঞ্চালনের প্রক্রিয়া কয়টি?
ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি

৯) ঘড়ির চেইনে কোন্ ধাতুর প্রলেপ দেওয়া হয়?
ক) ক্রোমিয়াম খ) লেড গ) জিঙ্ক ঘ) সিলভার

১০) ভিনেগারে ইথানয়িক এসিডের পরিমাণ-
ক) ১৫% খ) ১৩% গ) ৬-১০% ঘ) ১৩-১৫%

১১) মানুষের হৃৎপিণ্ডের ওজন কত?
ক) ৩০০ গ্রাম খ) ২০০ গ্রাম গ) ১০০ গ্রাম ঘ) ৪০০ গ্রাম

১২) নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়-
ক) ধমনির ভিতর দিয়ে খ) শিরার ভিতর দিয়ে গ) স্নায়ুর ভিতর দিয়ে ঘ) ল্যাকটিয়ালের ভিতর দিয়ে

১৩) লসিকার বৈশিষ্ট্য কোনগুলো?
ক) ক্ষারীয় খ) লোহিত রক্তকণিকা অনুপস্থিত গ) শ্বেত রক্তকণিকা অনুপস্থিত ঘ) ক ও খ উভয়ই

১৪) নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের-
ক) ফুসফুস খ) যকৃত গ) কিডনি ঘ) প্লীহা

১৫) কোনটি ইনপুট ডিভাইস নয়?
ক) প্রিন্টার খ) কি-বোর্ড গ) স্ক্যানার ঘ) মাউস

১৬) এনালগ ও ডিজিটাল কম্পিউটার সমন্বয়ে গঠিত হয়-
ক) সুপার কম্পিউটার খ) হাইব্রিড কম্পিউটার গ) মাইক্রো কম্পিউটার ঘ) মিনি কম্পিউটার

১৭) সিমেন্টে জিপসাম যোগ করা হয় কেন?
ক) ঘনত্ব বাড়ানোর জন্য খ) দ্রুত জমাট রোধ করার জন্য গ) ওজন বাড়ানোর জন্য ঘ) দ্রুত জমাট বৃদ্ধি করার জন্য

১৮) ওলিয়াম কাকে বলে?
ক) গাঢ় সালফিউরিক এসিডকে খ) ধুমায়মান সালফিউরিক এসিডকে গ) মধ্যম গাঢ় সালফিউরিক এসিডকে ঘ) লঘু সালফিউরিক এসিডকে

১৯) জলজ শামুক ঝিনুকের খোলস কী দিয়ে গঠিত?
ক) কার্বনেট খ) সালফেট গ) ফসফেট ঘ) নাইট্রেট

২০) Laughing gas is-
ক) ND খ) N2D4 গ) N2O ঘ) W2O3



উত্তর: ১. খ, ২. গ, ৩. গ, ৪. ক, ৫. ঘ, ৬. ঘ, ৭. গ, ৮. খ, ৯. ক, ১০. গ, ১১. ক, ১২. ক, ১৩. ঘ, ১৪. ক, ১৫. ক, ১৬. খ, ১৭. খ, ১৮. খ, ১৯. ক, ২০. খ

Friday, February 22, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: সাধারণ জ্ঞান মডেল টেস্ট-৭


সাধারণ জ্ঞান মডেল টেস্ট-৭ 



১) ১৯৭২ সালের কোন মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করেন-
ক) জানুয়ারি খ) ফেব্রুয়ারি গ) মার্চ ঘ) এপ্রিল

২) ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছিল ১৯৭১ সালের ডিসেম্বর মাসের-
ক) ৫ তারিখ খ) ৬ তারিখ গ) ৭ তারিখ ঘ) ৮ তারিখ

৩) নিম্নের কোন্ ব্যক্তি ভাস্কর্য শিল্পী নয়?
ক) মৃণাল হক খ) নির্মলেন্দু গুণ গ) নিতুন কুণ্ডু ঘ) হামিদুজ্জামান

৪) এ পর্যন্ত কয়জন বাংলাদেশি নাগরিক ‘এভারেস্ট চূড়ায়’ আরোহণ করতে পেরেছেন?
ক) পাঁচ জন খ) চার জন গ) তিন জন ঘ) একজন

৫) নিম্নের কোন্ জোড়াটি সঠিক কৃষিজ পণ্যের নাম নয়?
ক) বাউকুল: বড় আকারের কুল/বরই খ) করফ্যু: উন্নত জাতের নাম বাদাম গ) ক্যাপসিকাম: ঝালমুক্ত সজবি ঘ) বিনা: উন্নত জাতের ধান

৬) বাংলাদেশের সবচেয়ে বড় এক গম্বুজ বিশিষ্ট প্রাচীন মসজিদ-
ক) কদম মোবারক মসজিদ খ) সোনা মসজিদ গ) রনবিজয় মসজিদ ঘ)কুসুম্বা মসজিদ

৭) মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শন ও আত্মত্যাগের স্বীকৃতস্বরূপ মুক্তিযোদ্ধাদের বীরত্বসূচক খেতাব কোন তারিখে দেওয়া হয়?
ক) ১৫ ডিসেম্বর, ১৯৭৩ সালে খ) ১৫ ডিসেম্বর, ১৯৭২ সালে গ) ১৬ ডিসেম্বর, ১৯৭৩ সালে ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে

৮) ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে প্রকাশিত দেয়াল পত্রিকার নাম নিম্নের কোনটি?
ক) একাত্তরের চিঠি খ) বৃত্তের বাইরে গ) দিশারী ঘ) শান্তির স্বপ্ন

৯) “অর্থনৈতিক ও সামাজিক সমতা বাংলাদেশের উন্নয়নের একমাত্র উপায়”, এই মতবাদটি নিম্নের কোন্ মনীষীর?
ক) ড. অমর্ত্য সেন খ) ড. মুহাম্মদ ইউনুস গ) অধ্যাপক রাগনার মার্কস ঘ) অধ্যাপক পল স্যামুয়েলসন

১০) নিম্নের কোন্ প্রতিষ্ঠান অথবা দেশ বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারীর কাজ করে?
ক) যুক্তরাজ্য খ) জাতিসংঘ গ) বিশ্বব্যাংক ঘ) যুক্তরাষ্ট্র

১১) ‘মাদার তেরেসা’ নিম্নের কোন্ দেশে জন্মগ্রহণ করেন?
ক) ভারত খ) জার্মানি গ) বৃটেন ঘ) মেসিডেনিয়ায়

১২) কৃষ্ণ গহ্বরের আবিষ্কারক কে?
ক) নিউটন খ) স্টিফেন হকিং গ) জন হুইলার ঘ) আইনস্টাইন

১৩) নিম্নের কোন্ শহরটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সদর দপ্তর নয়?
ক) আলেকজান্দ্রিয়া খ) কোপেনহেগেন গ) ম্যানিলা ঘ) কলম্বো

১৪) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক) ১৯১১ সালে খ) ১৯২৫ সালে গ) ১৯১৫ সালে ঘ) ১৯২১ সালে

১৫) নিম্নের কোন্ সেতুটি প্রথম ঢালাই লোহা দিয়ে তৈরি হয়?
ক) হার্বার ব্রিজ খ) আকাশী কাইকিং গ) আয়রণ ব্রিজ ঘ) দি ফোর্থ ব্রিজ

১৬) কোন সালে ২য় বিশ্বযুদ্ধের সময় ইটালিয়ান ও জার্মান বাহিনী ব্রিটিশ অধিভুক্ত উত্তর আফ্রিকা আক্রমণ করে?
ক) ১৯৪২ সালে খ) ১৯৪৩ সালে গ) ১৯৪১ সালে ঘ) ১৯৪০ সালে

১৭) প্রায় সম্পূর্ণ অস্ট্রালোপিথিসিস ‘লুসির’ ক্যকাল ১৯৭৪ সালে কোন্ দেশে আবিষ্কৃত হয়?
ক) কেনিয়া খ) ইরিত্রিয়া গ) ইথিওপিয়া ঘ) ডানজেনিয়া

১৮) কোনটিকে গ্রীকদের ফার্টিলিটির দেবী ধরা হয়?
ক) সিরেস খ) এটিস গ) অ্যাজটেক ঘ) আরটেসিস

১৯) চলচ্চিত্র সৃষ্টির মূল সূত্রের জনক কে?
ক) কুইস রিডেট খ) আবু আলী আল হাসান গ) হেনরী ল্যাংলোয়া ঘ) ব্লাক মারিয়া স্টুডিও

২০) পৃথিবীর মোট বরফের কতভাগ এন্টার্কটিকাতে আছে?
ক) ৫০ ভাগ খ) ৭০ ভাগ গ) ৯০ ভাগ ঘ) ৭৫ ভাগ



উত্তর: ১. ক, ২. খ, ৩. গ, ৪. ক, ৫. খ, ৬. খ, ৭. খ, ৮. গ, ৯. ক, ১০. গ, ১১. ঘ, ১২. গ, ১৩. ক, ১৪. ঘ, ১৫. গ, ১৬. ঘ, ১৭. গ, ১৮. ঘ, ১৯. গ, ২০. গ