Monday, February 25, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: গণিত মডেল টেস্ট-৭

গণিত মডেল টেস্ট-৭ 



১) ২২৫ এর বর্গমূল কোনটি?
ক) ১৫ খ) ২৫ গ) ৫ ঘ) ৫০৬২৫

২) নিচের কোনটি মূলদ সংখ্যা?
ক) (৪৯/৭) খ) ৭২ গ) ২৭ ঘ) ১.৭৩২

৩) তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ৫, ১০, ১৫ দ্বারা বিভাজ্য?
ক) ৫ খ) ১৫ গ) ১০ ঘ) ২০

৪) ৩, ৬, ৭ এর চতুর্থ সমানুপাতিক কত?
ক) ১০ খ) ১৪ গ) ১২ ঘ) ২১

৫) একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রয় হলো। বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত?
ক) ৩৫০০ খ) ৩২০০ গ) ৩০০০ ঘ) ৩৭০০

৬) একজন কৃষক ৫ জোড়া গরু দিয়ে ৮ দিনে ৪০ হেক্টর জমি চাষ করতে পারেন। তিনি ৭ জোড়া গরু দ্বারা ১২ দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবেন?
ক) ৮০ হেক্টর খ) ৮৬ হেক্টর গ) ৮৪ হেক্টর ঘ) ৯০ হেক্টর

৭) ৫ টাকায় ২টি করে কমলা কিনে ৩৫ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ৪০% লাভ হবে?
ক) ৫ খ) ৬ গ) ৮ ঘ) ১০

৮) (x+6)(x+4) কে দুইটি রাশির অন্তর রূপে প্রকাশ কর।
ক) (x+5)2-12 খ) 25a2-20ab+4b2 গ) (x2+24) ঘ) (x2+6+4)  

৯) a6-b6 এর উৎপাদক কত?
ক) (a+b)(a-b)(a2-ab+b2)(a2+ab+b2)
খ) (a-b)(a-b)(a2-ab+b2)(a2+ab+b2)
গ) (a+b)(a+b)(a2-ab+b2)(a2-ab+b2)
ঘ) (a+b)(a-b)(a2+ab+b2)(a2+ab+b2)

১০) (2)8 এর মান কত?
ক) 16 খ) 64 গ) 128 ঘ) 256

১১) যদি f(a) = a3+ka2-4a-8 হলে k এর কোন মানের জন্য f(2) = 0 হবে?
ক) 2 খ) -2 গ) 3 ঘ) -1/2

১২) (3√72 . 3√7)/√7 = ?
ক) 10/7 খ) 25/3 গ) 343 ঘ) 7

১৩) 7+12+17+.... ধারাটির 30 টি পদের সমষ্টি কত?
ক) 2300 খ) 2323 গ) 2385 ঘ) 2390

১৪) 12+24+48+.....+768 ধারাটির সমষ্টি কত?
ক) 1500 খ) 1524 গ) 1589 ঘ) 1620

১৫) কোন উক্তিটি সঠিক?
ক) সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান
খ) সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে না
গ) চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তা বর্গ
ঘ) আয়তের কর্ণদ্বয় পরস্পর অসমান

১৬) tanθ=?
ক) ভূমি/লম্ব খ) ভূমি/অতিভুজ গ) লম্ব/ভূমি ঘ) অতিভুজ/ভূমি  

১৭) (2a-1+3b-1)-1 = ?
ক) ab/(3a+2b) খ) 343 গ) a2/b ঘ) 10/7

১৮) 55 এর 5 ভিত্তিক লগ কত?
ক) 4/2 খ) 3/2 গ) 5/2 ঘ) ¾

১৯) 400 এর লগ 4; ভিত্তি কত?
ক) 25 খ) 20 গ) 32 ঘ) 5/2

২০) log5(35 . 3) = ?
ক) 6/5 খ) ½ গ) 5/6 ঘ) 4/3



উত্তর: ১. ক, ২. ক, ৩. গ, ৪. খ, ৫. গ, ৬. গ, ৭. ঘ, ৮. ক, ৯. ক, ১০. ক, ১১. ক, ১২. ঘ, ১৩. গ, ১৪. খ, ১৫. ক, ১৬. গ, ১৭. ক, ১৮. খ, ১৯. ক, ২০. গ

No comments:

Post a Comment