Sunday, February 24, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: সাধারণ জ্ঞান মডেল টেস্ট-৮


সাধারণ জ্ঞান মডেল টেস্ট-৮




১) “রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য” এ মামলা থেকে ১৯৬৯ সালে নিম্নের কোন্ তারিখে পাকিস্তানি সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দেন?
ক) ২২ এপ্রিল খ) ২২ জানুয়ারি গ) ২২ মার্চ ঘ) ২২ ফেব্রুয়ারি

২) রবীন্দ্রনাথ ঠাকুর কালের যাত্রা নাটকটি নিম্নের কাকে উৎসর্গ করেন?
ক) সুভাষ চন্দ্র বসু খ) লোকেন্দ্রনাথ পালিত গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঘ) কাজী নজরুল ইসলাম

৩) মুঘল আমলে প্রাদেশিক রাজধানীর দেওয়ানী ও ফৌজদারি মামলার নিষ্পত্তিকারী প্রধান বিচারপতির উপাধি নিম্নের কোনটি ছিল?
ক) ফতুয়ায়ে আলমগিরি খ) মুসলিম ওলামা গ) কাজীউল কুজাত ঘ) কাজী

৪) বাংলাদেশে প্রথম সেলফোন চালু হয়-
ক) ১৬ ডিসেম্বর ২০০৫ সালে খ) ৪ আগস্ট ১৯৯৩ সালে গ) ২৫ নভেম্বর ১৯৯৩ সালে ঘ) ২৬ মার্চ ১৯৯৮ সালে

৫) বাংলা ভাষায় বাংলাদেশের প্রথম মহিলা কবির নাম কি?
ক) বেগম রোকেয়া খ) আশাপূর্ণা দেবী গ) চন্দ্রাদেবী ঘ) ফেরদৌস আরা

৬) ঢাকা সেনানিবাসস্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কি?
ক) বিজয় কেতন খ) স্বাধীনতা কেতন গ) স্বাধীন সুন্দর ঘ) বিজয় বাংলা

৭) সর্বপ্রথম কোন্ বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়?
ক) দিল্লী খ) কোলকাতা গ) লন্ডন ঘ) কাঠমুণ্ডু

৮) বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন-
ক) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার খ) রাজা রামমোহন রায় গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৯) ‘The Unfinished Memories’ কার আত্মজীবনী?
ক) নেলসন মেন্ডেলা খ) মাহাত্মা গান্ধী গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১০) বাংলাদেশে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায় কোন্ সম্প্রদায়ের মধ্যে?
ক) চাকমা খ) মারমা গ) হাডং ঘ) গারো

১১) চীনের হেরাডোটাস নামে পরিচিত-
ক) ফা-হিয়েন খ) সু-ফা-ফিয়েন গ) ইউয়েন সাং ঘ) ইৎসিং

১২) গ্রীক বীর আলেকজান্ডার ভারতবর্ষের কোন্ নদীর তীর পর্যন্ত অগ্রসর হয়েছিলেন?
ক) বিপাশা খ) তাপ্তী গ) বিলাসা ঘ) সিন্ধু

১৩) যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ শুরু হয় কত সালে?
ক) ১৮৫০ সালে খ) ১৮৬১ সালে গ) ১৮৬২ সালে ঘ) ১৮৬৫ সালে

১৪) যুক্তরাষ্ট্রে ইংল্যান্ডের প্রথম কলোনী-
ক) নিউ ইয়র্ক খ) ভার্জিনিয়া গ) রোড আইল্যান্ড ঘ) ফ্লোরিডা

১৫) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা-
ক) জওহর লাল নেহেরু খ) মোহাম্মদ আলী জিন্নাহ গ) হিউম ঘ) মাহাত্মা গান্ধী

১৬) ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ ও রানী মেরী ভারত সফরে আসেন-
ক) ১৯০৫ সালে খ) ১৯১১ সালে গ) ১৯১৪ সালে ঘ) ১৯১৮ সালে

১৭) বার্লিন দেয়ালের পতন ঘটে কত সালে?
ক) ১৯৮৭ সালে খ) ১৯৮৮ সালে গ) ১৯৮৯ সালে ঘ) ১৯৯০ সালে

১৮) বিশ্ব ডায়াবেটিস দিবস-
ক) ১৪ নভেম্বর খ) ১ ডিসেম্বর গ) ৩ ডিসেম্বর ঘ) ১৫ অক্টোবর

১৯) ফার্সি কোন্ দেশের রাষ্ট্রীয় ভাষা?
ক) ইরাক খ) ইরান গ) আফগানিস্তান ঘ) তুর্কমেনিস্তান

২০) দর্শন শাস্ত্রের জনক কে?
ক) এ্যারিস্টটল খ) প্লেটো গ) সক্রেটিস ঘ) জন মিলটন



উত্তর: ১. ঘ, ২. গ, ৩. ঘ, ৪. খ, ৫. গ, ৬. ক, ৭. খ, ৮. খ, ৯. ঘ, ১০. ঘ, ১১. , ১২. ক, ১৩. খ, ১৪. খ, ১৫. গ, ১৬. খ, ১৭. ঘ, ১৮. ক, ১৯. খ, ২০. ক

No comments:

Post a Comment