Friday, February 22, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: সাধারণ জ্ঞান মডেল টেস্ট-৭


সাধারণ জ্ঞান মডেল টেস্ট-৭ 



১) ১৯৭২ সালের কোন মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করেন-
ক) জানুয়ারি খ) ফেব্রুয়ারি গ) মার্চ ঘ) এপ্রিল

২) ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছিল ১৯৭১ সালের ডিসেম্বর মাসের-
ক) ৫ তারিখ খ) ৬ তারিখ গ) ৭ তারিখ ঘ) ৮ তারিখ

৩) নিম্নের কোন্ ব্যক্তি ভাস্কর্য শিল্পী নয়?
ক) মৃণাল হক খ) নির্মলেন্দু গুণ গ) নিতুন কুণ্ডু ঘ) হামিদুজ্জামান

৪) এ পর্যন্ত কয়জন বাংলাদেশি নাগরিক ‘এভারেস্ট চূড়ায়’ আরোহণ করতে পেরেছেন?
ক) পাঁচ জন খ) চার জন গ) তিন জন ঘ) একজন

৫) নিম্নের কোন্ জোড়াটি সঠিক কৃষিজ পণ্যের নাম নয়?
ক) বাউকুল: বড় আকারের কুল/বরই খ) করফ্যু: উন্নত জাতের নাম বাদাম গ) ক্যাপসিকাম: ঝালমুক্ত সজবি ঘ) বিনা: উন্নত জাতের ধান

৬) বাংলাদেশের সবচেয়ে বড় এক গম্বুজ বিশিষ্ট প্রাচীন মসজিদ-
ক) কদম মোবারক মসজিদ খ) সোনা মসজিদ গ) রনবিজয় মসজিদ ঘ)কুসুম্বা মসজিদ

৭) মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শন ও আত্মত্যাগের স্বীকৃতস্বরূপ মুক্তিযোদ্ধাদের বীরত্বসূচক খেতাব কোন তারিখে দেওয়া হয়?
ক) ১৫ ডিসেম্বর, ১৯৭৩ সালে খ) ১৫ ডিসেম্বর, ১৯৭২ সালে গ) ১৬ ডিসেম্বর, ১৯৭৩ সালে ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে

৮) ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে প্রকাশিত দেয়াল পত্রিকার নাম নিম্নের কোনটি?
ক) একাত্তরের চিঠি খ) বৃত্তের বাইরে গ) দিশারী ঘ) শান্তির স্বপ্ন

৯) “অর্থনৈতিক ও সামাজিক সমতা বাংলাদেশের উন্নয়নের একমাত্র উপায়”, এই মতবাদটি নিম্নের কোন্ মনীষীর?
ক) ড. অমর্ত্য সেন খ) ড. মুহাম্মদ ইউনুস গ) অধ্যাপক রাগনার মার্কস ঘ) অধ্যাপক পল স্যামুয়েলসন

১০) নিম্নের কোন্ প্রতিষ্ঠান অথবা দেশ বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারীর কাজ করে?
ক) যুক্তরাজ্য খ) জাতিসংঘ গ) বিশ্বব্যাংক ঘ) যুক্তরাষ্ট্র

১১) ‘মাদার তেরেসা’ নিম্নের কোন্ দেশে জন্মগ্রহণ করেন?
ক) ভারত খ) জার্মানি গ) বৃটেন ঘ) মেসিডেনিয়ায়

১২) কৃষ্ণ গহ্বরের আবিষ্কারক কে?
ক) নিউটন খ) স্টিফেন হকিং গ) জন হুইলার ঘ) আইনস্টাইন

১৩) নিম্নের কোন্ শহরটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সদর দপ্তর নয়?
ক) আলেকজান্দ্রিয়া খ) কোপেনহেগেন গ) ম্যানিলা ঘ) কলম্বো

১৪) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক) ১৯১১ সালে খ) ১৯২৫ সালে গ) ১৯১৫ সালে ঘ) ১৯২১ সালে

১৫) নিম্নের কোন্ সেতুটি প্রথম ঢালাই লোহা দিয়ে তৈরি হয়?
ক) হার্বার ব্রিজ খ) আকাশী কাইকিং গ) আয়রণ ব্রিজ ঘ) দি ফোর্থ ব্রিজ

১৬) কোন সালে ২য় বিশ্বযুদ্ধের সময় ইটালিয়ান ও জার্মান বাহিনী ব্রিটিশ অধিভুক্ত উত্তর আফ্রিকা আক্রমণ করে?
ক) ১৯৪২ সালে খ) ১৯৪৩ সালে গ) ১৯৪১ সালে ঘ) ১৯৪০ সালে

১৭) প্রায় সম্পূর্ণ অস্ট্রালোপিথিসিস ‘লুসির’ ক্যকাল ১৯৭৪ সালে কোন্ দেশে আবিষ্কৃত হয়?
ক) কেনিয়া খ) ইরিত্রিয়া গ) ইথিওপিয়া ঘ) ডানজেনিয়া

১৮) কোনটিকে গ্রীকদের ফার্টিলিটির দেবী ধরা হয়?
ক) সিরেস খ) এটিস গ) অ্যাজটেক ঘ) আরটেসিস

১৯) চলচ্চিত্র সৃষ্টির মূল সূত্রের জনক কে?
ক) কুইস রিডেট খ) আবু আলী আল হাসান গ) হেনরী ল্যাংলোয়া ঘ) ব্লাক মারিয়া স্টুডিও

২০) পৃথিবীর মোট বরফের কতভাগ এন্টার্কটিকাতে আছে?
ক) ৫০ ভাগ খ) ৭০ ভাগ গ) ৯০ ভাগ ঘ) ৭৫ ভাগ



উত্তর: ১. ক, ২. খ, ৩. গ, ৪. ক, ৫. খ, ৬. খ, ৭. খ, ৮. গ, ৯. ক, ১০. গ, ১১. ঘ, ১২. গ, ১৩. ক, ১৪. ঘ, ১৫. গ, ১৬. ঘ, ১৭. গ, ১৮. ঘ, ১৯. গ, ২০. গ

No comments:

Post a Comment