Saturday, April 4, 2020

ভারত থেকে ফিরলেন ১১৬ জন


নোভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে সৃষ্ট পরিস্থিতিতে ভারতের কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে আরো ৩৫ জন দেশে ফিরেছেন। শনিবার সকালে বিশেষ ব্যবস্থাপনায় যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তারা দেশে ফেরেন। এ নিয়ে গত দুদিনে ফিরলো ১১৬ জন।

ফেরত আসা নাগরিকদের চেকপোস্টে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এ সময় পাঁচজনের শরীরের তাপমাত্রা বেশি থাকায় তাদের যশোর জেনারেল হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়। বাকি ৩০ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের কোন উপসর্গ না থাকায় তাদের হাতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার সিল দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়াদের মধ্যে একজন যশোরের, একজন মাগুরার, একজন খুলনার এবং দুইজন গোপালগঞ্জের।

এর আগে গতকাল শুক্রবার একই চেকপোস্ট দিয়ে বিশেষ ব্যবস্থাপনায় দেশে ফেরেন ৮১ জন বাংলাদেশি। 

জানা যায়, ভারতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরেয়ে আনার ব্যাপারে দুই দেশের দূতাবাস ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে আলাপ-আলোচনা হয়। পরে ভারত সরকার বিশেষ ব্যবস্থাপনা তাদের ফেরার অনুমতি দেয়।

এ বিষয়ে বেনাপোলে দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, ভারত থেকে বিশেষ ব্যবস্থাপনায় ফিরে আসা যাত্রীদের সতর্কতার সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। যাদের শরীরের তাপমাত্রা বেশি বা করোনাভাইরাসের লক্ষণ পাওয়া যাচ্ছে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, ভারত থেকে বিশেষ ব্যবস্থাপনায় দেশে ফেরা বাংলাদেশিদের বেশিরভাগের বাড়ি যশোর, খুলনা, নড়াইল, মাগুরা, গোপালগঞ্জ, কুষ্টিয়া ও পিরোজপুর জেলায়। দেশে ফেরার পর তাদের প্রত্যেকের পূর্ণাঙ্গ ঠিকানা ও মোবাইল ফোন নম্বর রাখা হচ্ছে এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে স্ব-স্ব জেলায় সে তথ্য পাঠানো হচ্ছে।

No comments:

Post a Comment