করোনা পরিস্থিতি মোকাবেলায় বিশ্বব্যাংক যে জরুরি তহবিল ঘোষণা করেছে সেখান থেকে ১০ কোটি ডলার ( সাড়ে ৮ শ কোটি টাকা প্রায়) পাচ্ছে বাংলাদেশ। গতকাল শুক্রবার বিশ্বব্যাংকের বোর্ড সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সংস্থাটির এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, করোনাভাইরাস শনাক্তকরণ, সংক্রমণ প্রতিরোধ, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ তথা স্বাস্থ্যসেবা শক্তিশালী করার কাজে এই অর্থ ব্যয় করা যাবে। কোভিড–১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপার্ডনেস প্রকল্পের আওতায় এই অর্থ বিশ্বের বিভিন্ন দেশকে দিচ্ছে সংস্থাটি। ভারত ও পাকিস্তান ইতোমধ্যে এই জরুরি তহবিল থেকে অর্থ নিয়েছে।
বাংলাদেশকে দেওয়া অর্থের ব্যাপারে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, নতুন এই ভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বিশ্বব্যাংক। এই অর্থ সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশের জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে।
করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করলে এর সংক্রমণ প্রতিরোধে প্রায় ১ হাজার ৪০০ কোটি ডলারের বিশেষ তহবিল গঠন করে বিশ্বব্যাংক।
No comments:
Post a Comment