Friday, March 20, 2020

দেশে মোট আক্রান্ত ২০


দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মোট তিনজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট ২০ জন আক্রান্ত হলেন। আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ তত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ তথ্য জানিয়েছে।

এক সংবাদ সম্মেলনে বলা হয়, আক্রান্তদের মধ্যে একজন মহিলা এবং দুইজন পুরুষ। মহিলার বয়স ৩০ এর কোটায়। তিনি ইতালি ফেরত ব্যক্তির সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন। দুই পুরুষের একজনের বয়স ৭০ এবং অন্যজন ৩০। ৭০ বছর বয়সী ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তিনিও ইতালি ফেরত ব্যক্তির সংস্পর্শে এসে আক্রান্ত হন। তিনি আইসিইউতে আছেন।

অন্যদিকে, ৩০ বছর বয়সী পুরুষ ইউরোপ থেকে এসেছেন। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরে কল এসেছে ২৪১৭। স্বাস্থ্য অধিদপ্তরে কল এসেছে ২৯ হাজার ৯৬২। আইইডিসিআরে আসা কলের মধ্যে ২২৬৯টি কোভিড-১৯ সংক্রান্ত। 

কলগুলোর মধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৬ জনের। 

অন্যদিকে, দেশের বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে রয়েছে ৩০। আর সরকারিভাবে কোয়ারেন্টাইনে আসে ৪৪ জন। 

উল্লেখ্য, এ পর্যন্ত দেশে একজনের মৃত্যু হয়েছে।

No comments:

Post a Comment