Friday, March 27, 2020

ব্রিটেনের নাগরিকদের বাংলাদেশ ছাড়ার পরামর্শ


বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯)। দেশেও ৪৮ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছে আরো পাঁচ জন। এমন পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানরত ব্রিটেনের নাগরিকদের দেশে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ দেশটির হাইকমিশন।

শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ পরামর্শ দেয় হাইকমিশন। এতে বলা হয়, বাংলাদেশ থেকে এখনও লন্ডন বা ম্যানচেস্টারে যাওয়ার ফ্লাইট সচল রয়েছে। তাই এখানে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের পরামর্শ দেওয়া হচ্ছে, তারা যেন যুক্তরাজ্যে ফিরে যান।

চীন ও যুক্তরাজ্য ছাড়া অন্য সকল দেশের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল বর্তমানে বন্ধ রয়েছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এমন উদ্যোগ নিয়েছে সরকার।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৪ জন কোভিড-১৯- এ সংক্রমিত হয়েছেন বলে শুক্রবার অনলাইনে সংবাদ সম্মেলন করে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

No comments:

Post a Comment