প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এক ভিডিও বার্তায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
ডাউনিং ট্রিটেই তিনি স্বেচ্ছা আইসোলেশনে থাকবেন, এমনটাও জানিয়েছেন ভিডিও বার্তায়।
প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জানান, গতকাল থেকেই প্রধানমন্ত্রীর শরীরে উপসর্গ দেখা দিয়েছিল। ইংল্যান্ডের প্রধান মেডিকেল কর্মকর্তার পরামর্শে তিনি পরীক্ষা করান। রিপোর্টে প্রধানমন্ত্রীর শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে।
মুখপাত্র আরো জানান, আইসোলেশনে থাকলেও প্রধানমন্ত্রীর নির্দেশনাক্রমে দেশ চলবে।
যুক্তরাজ্যে এখন পর্যন্ত মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৬০ জন। মারা গেছেন ৮৭৮ জন।
No comments:
Post a Comment