করোনাভাইরাসে মৃত্যুর মিছিল যেন থামছেই না। প্রতিনিয়ত এই মিছিল লম্বা হচ্ছে। ইতোমধ্যে পুরো বিশ্বে ১০ হাজার ছাড়িয়ে গেছে মৃতের সংখ্যা। সর্বশেষ তথ্য অনুযায়ী এ সংখ্যাটা ১০ হাজার ৫০ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় আড়াই লক্ষের কাছাকাছি।
গত ২৪ ঘণ্টায় শুধু ইতালিতেই নতুন করে মারা গেছেন আরো ৪২৭ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার ৪০৫ জনে। যা বিশ্বের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ। এই সংখ্যাটা বেড়ে কোথায় গিয়ে ঠেকে তা নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যাও উদ্বেগজনক হারে বেড়েছে। এদিন মোট ৫ হাজার ৩২২ জন নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪১ হাজার ৩৫ জনে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন ২ হাজার ৪৯৮ জন।
এ ছাড়া চীনে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ২৪৮ জন। সংক্রমণের সংখ্যা ৮০ হাজার ৯৬৭ জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ হাজার ১৫০ জন। আর বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৫৬৯ জন রোগী চিকিৎসাধীন অবস্থায় আছেন।
সর্বোচ্চ মৃত্যুর দিক দিয়ে এরপরেই অবস্থান করছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। সেখানেও প্রতিনিয়ত মৃত্যুর মিছিল বাড়ছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সেখানে এখন পর্যন্ত এক হাজার ২৮৪ জন মৃত্যুবরণ করেছেন। সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৪০৭ জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৯৭৯ জন। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন ১১ হাজার ১৪৪ জন রোগী।
এদিকে পুরো বিশ্বব্যাপী এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১০ হাজার ৫০ জন। এ সংখ্যাটা ক্রমশ বাড়ছে। আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪৫ হাজার ৬৬০ জনের অধিক। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ হাজার ৪৩৭ জন এবং বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন এক লক্ষ ৩৯ হাজার ৭৯৬ জন।
No comments:
Post a Comment