বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনাভাইরাসের আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে দুইজনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ২৪ জন। এ অবস্থায় আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
বঙ্গভবন সূত্রে জানা যায়, স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি এবং বঙ্গভবনে প্রেসিডেন্টের সংবর্ধনা অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সেইসঙ্গে স্থগিত করা হয়েছে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানও।
এর আগে শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
সূত্র বলছে, বঙ্গভবনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় করোনাভাইরাস মোকাবেলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী।
No comments:
Post a Comment