প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে যুক্তরাষ্ট্র আরো দুটি রাজ্য লক ডাউন ঘোষণা করতে যাচ্ছে। নিউইয়র্ক ও ইলিনয় রাজ্যে এ ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। গতকাল শুক্রবার থেকেই লক ডাউনে আছে ক্যালিফর্নিয়া রাজ্য। ফলে ওই তিন রাজ্যে বসবাসরত সাত কোটি মানুষ পড়তে যাচ্ছেন লক ডাউনের আওতায়।
জানা যায়, চলতি সপ্তাহে নিউইয়র্ক ও ইলিনয় রাজ্য কর্তৃপক্ষ বৃহৎ আকারে মানুষের চলাচল সীমিত করতে যাচ্ছে। অন্যদিকে, দেশটির সবচেয়ে বড় রাজ্য ক্যালিফোর্নিয়া গতকাল শুক্রবার লক ডাউন ঘোষণা করা হয়েছে। এ তিন রাজ্যে সর্বমোট সাত কোটি মানুষের বসবাস। লক ডাউন ঘোষণা হলে তাদের চলাচল বন্ধ হয়ে যাবে।
মার্কিন গণমাধ্যম মাই টুইন টাইয়ার্স জানায়, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালগুলো এ ভাইরাস মোকাবেলায় নিজেদের প্রস্তুত রেখেছে। সমস্যা গুরুতর হলে তাদের সর্বোচ্চ টুকু দিতে হবে। চীন ও ইতালির অবস্থা দেখেছি আমরা। সেখানে হাসপাতালগুলোতে চিকিৎসকদের ১ মিনিট বিশ্রাম নেওয়ার সময় ছিল না। যুক্তরাষ্ট্রের চিকিৎসকরাও সেই একই রকম প্রস্তুতি নিয়েছেন।
তারা আরো জানায়, নিউইয়র্ক, ইলিনয় ও ক্যালিফোর্নিয়ায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। তাই তিনটি রাজ্য লক ডাউন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, শনিবার থেকে নিউইয়র্ক ও ইলিনয় রাজ্যে লক ডাউন কার্যকর হবে।
দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৭৭৪ মানুষ। মৃত্যু হয়েছে ২৭৫ জনের। ইতোমধ্যে প্রাণঘাতী ছোঁয়াচে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে ১৮৬টি দেশে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭৬ হাজার ১০ জন। প্রাণহানি হয়েছে ১১ হাজার ৪০৫ জনের। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৯২ হাজার মানুষ।
No comments:
Post a Comment