দেশে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ জন, মৃত্যুবরণ করেছেন আরো ১ জন। সরকার এই ভাইরাস মোকাবেলায় নতুন নতুন পদক্ষেপ হাতে নিচ্ছে। শনিবার দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, চীনের উহান থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স আনার পরিকল্পনা নিয়েছে সরকার।
আমরা একটা যুদ্ধাবস্থার ভেতর দিয়ে যাচ্ছি মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনাভাইরাস ঠেকাতে যা যা করা প্রয়োজন আমরা তাই করবো। চীন যেহেতু স্থিতিশীল হয়ে আসছে, তাই আমরা তাদের এক্সপার্টদেরকে ডাকতে চাই। তারা কীভাবে ভাইরাসটাকে মোকাবেলা করলেন, সেটা আমরা শুনবো।
অভিজ্ঞতার আলোকে তাদের চিকিৎসক এবং নার্সরা আমাদেরকে নানাভাবেই সাহায্য করতে পারেন। তাই বিষয়টা আমরা গুরুত্ব দিয়ে ভাবছি। তবে আমরা প্রধানমন্ত্রীর অনুমতির অপেক্ষা করছি। তিনি বললেই যতটা দ্রুত সম্ভব, চীন থেকে বিশেষজ্ঞ নিয়ে আসা হবে।
এছাড়া করোনা মোকাবেলায় ইতোমধ্যেই দেশের চিকিৎসক ও নার্সদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
No comments:
Post a Comment