স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সরকারের পক্ষ থেকে পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে নতুন দুটি হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে। সেইসঙ্গে পর্যায়ক্রমে ৪০০ আইসি ইউনিট স্থাপনের কাজও চলছে।
আজ শনিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আক্রন্তদের চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল প্রস্তুত করার সিদ্ধান্ত হয়েছে। আমরা যেকোনো সময় হাসপাতাল দুটি গ্রহণ করে কার্যক্রম শুরু করতে পারব।
জাহিদ মালেক জানান, করোনাভাইরাস টেস্টিংয়ের জন্য আরো সাতটি মেশিন এসে পৌঁছেছে। এগুলোর আগেই অর্ডার দেওয়া ছিল। এ ছাড়া ক্রিটিক্যাল রোগীদের জন্য অনেক সময় আইসি ইউনিট দরকার হয়। এ জন্য ১০০ আইসি ইউনিট স্থাপনের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে ৪০০ আইসি ইউনিট স্থাপন করা হবে।
এ ছাড়া পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করার কথাও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।
ব্রিফিংয়ে জানানো হয়, দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো দুইজনে। এ ছাড়া নতুন চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় দেশে এই ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪ জনে।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন চারজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে ২৪ জন আক্রান্ত হলেন।
তিনি আরো জানান, সারাদেশে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৪ হাজার। আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৫০ জন।
No comments:
Post a Comment