করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত তিন দিন ধরে স্থানীয় কোনো চীনা নাগরিকের দেহে নতুন করে ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। তবে গতকাল শুক্রবার বিদেশ ফেরত ৪১ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত করেছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন। এ নিয়ে নতুন উদ্বেগের সৃষ্টি হয়েছে দেশটিতে। খবর ইয়ানি সাফাক।
জানা যায়, বৃহস্পতিবার থেকে আজ শনিবার পর্যন্ত চীনে সরকারি হিসাবে স্থানীয়ভাবে কোনো করোনা রোগী পাওয়া যায়নি। কিন্তু সেখানে বিদেশ ফেরতরা নতুন করে ভাইরাসটি ছড়াচ্ছেন। গতকাল শুক্রবার ৪১ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। তারা সবাই সম্প্রতি চীনে প্রবেশ করেছেন।
চীনা জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, আক্রান্ত বিদেশ ফেরতদের মধ্যে ১৪ জন বেইজিং এবং ৯ জন সাংহাইয়ের বাসিন্দা। এ নিয়ে মোট ২৬৯ জন সংক্রমিত পাওয়া গেল, যারা অন্য দেশ থেকে চীনে গেছেন।
ইয়ানি সাফাক জানায়, করোনার কারণে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে। যার কারণে সেখানে থাকা চীনা কর্মচারী ও শিক্ষার্থীরা দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। তাদের মধ্যে থেকে অনেকের দেহেই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তবে বিদেশ ফেরতদের থেকে স্থানীয় কোনো চীনা নাগরিক আক্রান্ত হয়নি বলে নিশ্চিত করেছে চীনা কর্তৃপক্ষ।
এদিকে, ভাইরাসটির কেন্দ্রবিন্দু চীনের উহানে নতুন করে কেউ আক্রান্ত না হওয়ার কারণে সেখানকার ৪২ হাজার চিকিৎসক ও নার্স নিজ নিজ কর্মস্থলে ফিরে গেছেন। তাদের চীনের বিভিন্ন রাজ্য থেকে নিয়ে এসে উহানে চিকিৎসার জন্য নিয়োগ করেছিল দেশটির স্বাস্থ্য কমিশন। ভাইরাসটি চীনের ৩ হাজার ২৫৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে। সংক্রমিত হয়েছে ৮১ হাজার ৮ জন।
No comments:
Post a Comment