দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচজনে। বুধবার অনলাইনে করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
জানা যায়, মারা যাওয়া ব্যক্তি (৬৫) মাদারীপুরের শিবচর উপজেলার বাসিন্দা এবং ইতালি ফেরত এক প্রবাসীর বাবা। সম্প্রতি দেশে ফেরার পর ওই প্রবাসীর শ্বাশুড়িসহ পরিবারের আরো ৮ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ বিষয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শশাংক চন্দ্র ঘোষ জানান, মারা যাওয়ার পূর্বে করোনা আক্রান্ত ওই ব্যক্তি শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে আজ সকলে মারা যান তিনি।
এর আগে দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে আইইডিসিআরের পরিচালক মীরাজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। তিনি গত ১৮ মার্চ থেকে স্থানীয় হাসপাতাল ও গত ২১ মার্চ থেকে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার আগে থেকেই প্রেসার ও ডায়াবেটিসের সমস্যা ছিল তার।
দেশে নতুন করে আর কেউ আক্রান্ত হননি জানিয়ে তিনি আরো বলেন, এর ফলে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৯ জনই থাকলো। এর মধ্যে আরো দুইজন হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। অর্থাৎ দেশে মোট সুস্থ হয়েছেন সাতজন।
No comments:
Post a Comment