Saturday, March 21, 2020

ডব্লিউএইচও: করোনা থেকে রক্ষা নেই তরুণদেরও


বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) হঁশিয়ারি দিয়ে বলেছে, প্রাণঘাতী করোনাভাইরাস থেকে রক্ষা পাবেন না তরুণরাও। তাই তাদেরকেও যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ তাদের চলাফেলা অন্যদের জন্য বিপদের কারণ হতে পারে।

সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির সদরদপ্তরে গতকাল শুক্রবার এক অনলাইন সংবাদ সম্মেলনে এর মহাপরিচালক তেদ্রস আধানম গেব্রিয়াসিস এই হুঁশিয়ারি দেন।

প্রসঙ্গত, গেল ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বিশ্বের ১৭৫টি দেশে ছড়িয়ে পড়েছে। দেখা গেছে, আক্রান্ত যারা হয়েছেন তাদের বেশিরভাগই বয়স্ক। আর তুরুণদের মধ্যে সুস্থ হওয়ার বেশি। ফলে অনেকক্ষেত্রে তরুণরা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এমন প্রেক্ষাপটেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এই সতর্কতা উচ্চারণ করা হলো।

সংস্থাটির মহাপরিচালক আরো বলেন, তরুণদের চলাফেরার সিদ্ধান্ত অন্য কারও জীবন ও মৃত্যুর ব্যবধান হয়ে উঠতে পারে। তাই তাদেরও অন্যদের মতো সতর্কতা অবলম্বন করতে হবে।

তেদ্রস আধানম বলেন, তার কাছে তরুণদের জন্য একটি বার্তা আছে। আপনারাও করোনাভাইরাসের কাছে হেরে যেতে পারেন। প্রাণঘাতী এই ভাইরাসটি আপনাকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যেতে পারে, এমনকি শেষও করে দিতে পারে।।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত ৯ বছরের কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে ১০ থেকে ১৯, ২০ থেকে ২৯ এবং ৩০ থেকে ৩৯ বছর বয়সীদের মধ্যে মৃত্যুর হার দশমিক ২ শতাংশ করে। সবচেয়ে বেশি মারা যাচ্ছে ৮০ থেকে তদূর্ধ্বরা। তাদের মৃত্যুহার ১৪ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে, ৭০ থেকে ৭৯ বছর বয়সীদের মৃত্যুহার ৮ শতাংশ।

সংস্থাটির তথ্য বলছে, এ পর্যন্ত করোনাভাইরাসে ১১ হাজার ৪১৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৬ হাজার ৪৬৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ৯১ হাজার ৯৫৪ জন।

No comments:

Post a Comment