দেশে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় জরুরি অবস্থা জারির পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শনিবার করোনা পরিস্থিতি মোকাবেলা বিষয়ে ডব্লিউএইচও, যুক্তরাষ্ট্রের কমিউনিকেবল ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশনের (এসডিসিপি) প্রতিনিধি এবং বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
বৈঠকটি অনুষ্ঠিত হয় রাজধানীর বনানীতে মেয়রের নিজ বাসভবনে। এতে উপস্থিত ছিলেন ডব্লিউএইচও’র বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. বার্নার্ড জুরস রানা, এসডিসিপির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডা. মাইকেল ফ্রিডম্যান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আবদুল্লাহ, জরুরি গণস্বাস্থ্য বিভাগের প্রধান ডা. এল সাক্কা হাম্মান, ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ প্রমুখ।
সাঈদ খোকন বলেন, ডব্লিউএইচও’র প্রতিনিধিরা দেশে করোনাভাইরাসের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং কোথাও কোথাও আংশিক বা পুরোপুরি লক ডাউনের পরামর্শ দিয়েছে। পাশাপাশি অবস্থার অবনতি হলে জরুরি অবস্থাও জারি করার পরামর্শ দিয়েছেন তারা।
তিনি আরো বলেন, বাংলাদেশ একটি জনবহুল দেশ এবং রাজধানী ঢাকা একটি জনবহুল শহর। তাই এখানে চাইলেই লক ডাউন করা সম্ভব নয়। তারপরও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শের বিষয়ে সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের সঙ্গে কথা বলবেন তারা।
ডিএসসিসি মেয়র আরো বলেন, দেশের পরিস্থিতি আগামীতে আরো ভয়াবহ হবে বলে ধারণা করা হচ্ছে। তাই এই দুর্যোগ মোকাবেলায় সবাইকে এখনই সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে হবে। সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।
No comments:
Post a Comment