Sunday, April 5, 2020

রাশিয়ায় ‘জোরে কথা বলার’ কারণে ৫ জনকে গুলি করে হত্যা!


জোরে কথা বলার কারণে রাশিয়ার এক ব্যক্তি পাঁচজনকে গুলি করে হত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় শনিবার রাত ১০টার দিকে। ঘটনার পর পুলিশ সন্দেহভাজন হত্যাকারীকে আটক করেছে এবং তার বন্দুক জব্দ করেছে। কিন্তু লোকটির পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশ জানিয়েছে, মস্কো থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রিয়াজান অঞ্চলের ইয়েলিৎমা নামক এক গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এলাকাটি বর্তমানে করোনা ভাইরাসের কারণে লকডাউন করা আছে।

তদন্তকারী কর্মকর্তা বলেছেন, বাসার নিচে উচ্চস্বরে কথা বলার কারণে সন্দেহভাজন হত্যাকারী পাঁচজনের একটি গ্রুপকে সতর্ক করে। এক পর্যায়ে তাদের মধ্যে বাক বিতণ্ডা তৈরি হয় এবং লোকটি তার শিকার করার বন্দুক দিয়ে উপর্যুপরি গুলি করতে থাকেন।

তদন্ত কমিটি সংবাদ মাধ্যমকে জানিয়েছে, গুলির আঘাতজনিত কারণে আক্রান্ত পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। তারা ছিলেন চারজন পুরুষ ও একজন নারী।

ঘটনার পরপর সন্দেহভাজন আক্রমণকারি লোকটিকে গ্রেপ্তার করা হয়েছে এবং লোকটির বাড়িতে তল্লাশি চালিয়ে ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি জব্দ করা হয়েছে।

No comments:

Post a Comment