Monday, March 23, 2020

গভীর সমুদ্রে কোয়ারেন্টাইনে ৫ জাহাজ


দেশে করোনার বিস্তার ঠেকাতে আমদানি করা পাঁচটি জাহাজ গভীর সমুদ্রে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। জাহাজগুলো আগামী দুই সপ্তাহ সেখানেই অবস্থান করবে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে তথ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই জাহাজগুলোকে পুনঃপ্রক্রিয়াজাতকরণের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। পাশাপাশি আজ ২৩ মার্চ থেকে আগামী ৭ এপ্রিল পর্যন্ত জাহাজ আমদানি বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে আমদানির জন্য কোনো অনাপত্তি সনদ দেয়া হবে না।

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প এলাকায় ৩৫ হাজার কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক কাজ করে থাকেন। তাদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কর্মস্থলে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে। হ্যান্ড স্যনিটাইজার ও শরীরের তাপমাত্রা নির্ণয় করে কর্মস্থলে প্রবেশ, মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে কাজ করা, সর্দি-কাশি হলে কাজ থেকে বিরত থাকা, কিছুক্ষণ পরপর হাত ধোয়া, অফিস ও বাসা ছাড়া অন্য কোথাও না যাওয়া এবং ক্যান্টিনে একত্রিত হয়ে বসতে নিষেধ করা হয়েছে।

একইসঙ্গে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

No comments:

Post a Comment