Wednesday, March 25, 2020

কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় এবার ঢাকায় মৃত্যু


হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় গতকাল সিলেটে একজন মৃত্যু হয়েছে। এবার ঢাকায় ঘটল একই ঘটনা। গতকাল রাত ১০টার দিকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়।

ঢাকার একটি হাসপাতালে ক্যাশিয়ার হিসেবে চাকরি করতেন তিনি (৪৮)। স্ত্রী ও এক সন্তান নিয়ে ঢাকাতেই থাকতেন। সপ্তাহখানেক আগে সর্দি-জ্বরে আক্রান্ত হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে হোম কোয়ারেন্টাইনে যেতে বলে। তিনিও বাসায় এসে যথাযথ নিয়মে নিজেকে আলাদা করে ফেলেন।

কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় গতকাল দুপুরে সর্দি-কাশির সঙ্গে শুরু হয় শ্বাসকষ্ট। রাত ৯টার দিকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আজ বুধবার ভোরে মৃতদেহ নেওয়া হয় গ্রামের বাড়ী মানিকগঞ্জের ঘিওরে। কিছুক্ষণ পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। লোকটি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এমন সন্দেহে এলাকায় আতঙ্ক শুরু হয়। এমতাবস্থায় স্থানীয় প্রশাসন ওই বাড়িতে যান এবং মৃত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে পুরো গ্রামকে লকডাউন করে দেন।

ওই ব্যক্তির জানাজায় যারা অংশ নিয়েছেন তাদের খুঁজে বের করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। লকডাউন বাস্তবায়ন করার জন্য গ্রামে মোতায়েন করা হয়েছে পুলিশ।

No comments:

Post a Comment