বিশ্বজুড়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। ইতোমধ্যে ১৯৮টি দেশে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২১ হাজার পাঁচশত ৭৬ জন। এর মধ্যে শুধু ৬টি দেশেই মৃত্যু হয়েছে ১৯ হাজার ৩৮ জনের।
মৃতের সংখ্যার দিক দিয়ে ভাইরাসটিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালি। সেখানে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৭ হাজার ৫০৩ জন। যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। মোট আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৩৮৬ জন। এদিক দিয়ে দেশটি দ্বিতীয় অবস্থানে আছে।
আক্রান্তের তালিকায় শীর্ষে আছে চীন। দেশটিতে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ২৮৫ জন। মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ২৮৭ জন। যা বিশ্বের মধ্যে তৃতীয় সর্বোচ্চ।
মৃতের সংখ্যার দিক দিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে স্পেন। সেখানে করোনায় সংক্রমিত হয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ছয়শত ৪৭ জন। আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার পাঁচশত ১৫ জন।
সবচেয়ে বেশি মৃতের তালিকায় চীনের পরই অবস্থান করছে ইরান, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র। ইরানে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২ হাজার দুইশত ৩৪ জন। আক্রান্ত হয়েছেন ২৯ হাজার চারশত ৬ জন।
মৃত্যুর মিছিলে এরপরের তালিকাটি ফ্রান্সের। সেখানে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত ১ হাজার ৩৩১ জন মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ২৩৩ জন।
মৃতের সংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্র তালিকার ৬ষ্ঠ অবস্থানে থাকলেও আক্রান্তের দিক দিয়ে দেশটি তৃতীয় স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৬৮ হাজার ৪৮৯ জন। বিপরীতে মারা গেছে ১ হাজার ৩৬ জন।
সর্বশেষ তথ্যানুযায়ী, গোটা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার আটশত ৪০ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন প্রায় সোয়া লাখ।
No comments:
Post a Comment